রিয়াল কোচ আনচেলোত্তি বললেন,

সবাই রিয়ালের পিছলে পড়া দেখতে চায়, কিন্তু রিয়াল কখনো পিছলে পড়ে না

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৫৮

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পরেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে দারুণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের ২৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ সমতা করে যোগ করা সময়ে করিম বেনজেমার দারুণ গোলে ৩-২ ব্যবধানে জিতে যায় কার্লো আনচেলোত্তির দল। তবে সেভিয়ার মাঠে ম্যাচটাতে আরও বাড়তি কিছু থাকল!

কী সেটা? রেফারিং বিতর্ক! রিয়ালের কামাভিঙ্গাকে লাল কার্ড না দেখানো, রিয়ালের ভিনিসিয়ুসের একটা গোল হ্যান্ডবলে বাতিল করা...কত নাটকই হলো! সেটি নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার এ কথাটি রিয়ালের আবেগী সমর্থকদের চোখমুখে অন্য দ্যুতিই এনে দিতে পারে। তিনি বলেন, ‘অন্য সবাই রিয়াল মাদ্রিদের পিছলে পড়া দেখতে চায়, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো পিছলে পড়ে না।’

তবে সব ছাপিয়ে রিয়ালের বারবার এমন প্রত্যাবর্তনের গল্প লেখার রহস্য নিয়ে গর্বের কথা বললেন আনচেলত্তি, ‘এই দলটা বিশেষ কিছু করার ক্ষমতা রাখে। আমরা আত্মবিশ্বাস হারাইনি। আমার মনে হয় পিএসজি আর চেলসির বিপক্ষে ম্যাচ দুটি আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।’

ম্যাচের নাটকীয়তা নিয়ে আনচেলত্তিকে প্রশ্ন করা হলে, তাতে তিনি স্বাভাবিকভাবেই নিজের দল কীভাবে বঞ্চিত হয়েছে, সেদিকটিই তুলে এনেছেন। হ্যান্ডবলের কারণে ভিনিসিয়ুসের গোল বাতিল হয়েছে, ওদিকে নিজেদের বক্সে সেভিয়া ডিফেন্ডার দিয়েগো কার্লোসের হাতে বল লাগলেও পেনাল্টি না দেওয়ার পাল্টা অভিযোগ রিয়ালের।

গোল বাতিলের পর ভিনিসিয়ুস জুনিয়র

হতাশা নিয়ে আনচেলত্তি বলেন, ‘তারা (রেফারি) ভিনিসিয়ুসের বিরুদ্ধে হ্যান্ডবলের সিদ্ধান্ত দিলে দিয়েগো কার্লোসের হ্যান্ডবল কীভাবে না দেন, সেটা আমি বুঝতে পারছি না। জানি এসব পরিস্থিতি ঠিকভাবে মূল্যায়ন করা কঠিন, সেটা মেনে নিয়েও ব্যাপারটা বুঝতে পারছি না’।

আর কামাভিঙ্গার লাল কার্ড না দেখা? রিয়াল কোচ সেটিকেও নিজেদের বিরুদ্ধে যেত বলেই যুক্তি দিচ্ছেন। কীভাবে? আনচেলত্তির উত্তরটাই শুনুন। ভিনিসিয়ুসের গোল বাতিল, দিয়েগো কার্লোসের বিরুদ্ধে পেনাল্টি না দেওয়ার পর কামাভিঙ্গার লাল কার্ডের প্রসঙ্গে বললেন, ‘কামাভিঙ্গার লাল কার্ড হলে পরিকল্পনাটা একেবারে যথাযথভাবে পালন করা হয়ে যেত!’ 

ভিনিসিয়ুসের গোল বাতিল নিয়ে বললেন, ‘ভিনিসিয়ুস আমাকে নিশ্চিত করেছে, ও হাত দিয়ে বল স্পর্শ করেনি। আমিও তখন সরাসরি ঘটনাটা দেখেছি, আমার কাছেও মনে হয়নি বল ওর হাতে লেগেছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত