মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

প্রকাশ | ৩১ মার্চ ২০২২, ২০:৪৮

অনলাইন ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (৩১ মার্চ) শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৩ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। তবে দুই টেস্টের আগে ১১ মে থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সে ম্যাচ হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে।

২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। চট্টগ্রামে মুমিনুল হকের জোড়া শতক, সঙ্গে শ্রীলঙ্কার ৭১৩ রানের বিশাল সংগ্রহের পর ড্র হয়েছিল প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টে অবশ্য জিতেছিল শ্রীলঙ্কা। তবে গত বছরের মে মাসে শ্রীলঙ্কা বাংলাদেশে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছিল।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে বাংলাদেশ, জিতেছে মাত্র একটিতে, ২০১৭ সালে কলম্বোতে। ১৭টিতে হেরেছে, ড্র হয়েছে বাকি ৪টি।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি:
১১-১২ মে ২০২২, দুই দিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রাম (এমএ আজিজ স্টেডিয়াম)
১৫-১৯ মে ২০২২, প্রথম টেস্ট, চট্টগ্রাম
২৩-২৭ মে ২০২২, দ্বিতীয় টেস্ট, মিরপুর