পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাঘিনীরা

প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ১৭:৩১

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রথম বিশ্বকাপে অংশনিয়ে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল। সোমবার (১৪ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাঘিনীরা।

ঠিক ২৩ বছর আগে এই একই স্বাদ এনে দিয়েছিল বাংলাদেশ পুরুষ দল। তখন নারী দলের জন্মই হয়নি। পুরুষ দল কেবল হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছিল। প্রথমবারের মতো ১৯৯৯ বিশ্বকাপে খেলতে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খানরা তৃতীয় ম্যাচেই করেছিলেন বাজিমাত। স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল। লক্ষ্যপূরণে আনন্দের মধ্যেই গৌরব। পরে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল গোটা দেশ।

২৩ বছর আগের সেই বাঁধভাঙা উচ্ছ্বাস যেন আজ ফিরিয়ে আনলেন বাংলাদেশের মেয়েরা। এবার হ্যামিল্টনে ইতিহাস গড়লেন তারা। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিগার সুলতানারা।

ব্যাট করছেন অধিনায়ক নিগার সুলতানা। ছবি: সংগৃহীত

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তানি অধিনায়ক। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর।

দেশের হয়ে ফারজানা হক ৭১, অধিনায়ক নিগার সুলতানা ৪৬ এবং শারমিন আক্তার ৪৪ রান করেন।

পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩টি উইকেট নেন।

জবাবে সিদরা আমিন সেঞ্চুরি করলেও পাকিস্তান নারী দল ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রানে থেমে যায়। দলের হয়ে সিদরা আমিন ১০৪, নাহিদা খান ৪৩ এবং বিশমাহ মারুফ ৩১ রান করেন।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩টি এবং রুমানা আহমেদ ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ফাহিমা খাতুন।

নিজেদের আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ তাদের প্রথম জয় পেল।

সাহস২৪/শামিম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত