স্কটল্যান্ড ও ইউক্রেনের বিশ্বকাপ ম্যাচটি স্থগিত

প্রকাশ | ০৮ মার্চ ২০২২, ১৫:৫৯ | আপডেট: ০৮ মার্চ ২০২২, ১৬:১৭

অনলাইন ডেস্ক

যুদ্ধের কারণে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে একটি সেমি-ফাইনালের খেলা আপাতত স্থগিত করা হয়েছে।

স্কটল্যান্ড ও ইউক্রেনের সেমি-ফাইনলটি হওয়ার কথা ছিল ২৪ মার্চ। ইউক্রেনিয় ফুটবল কর্তৃপক্ষের অনুরোধে মার্চ থেকে সরিয়ে জুনে নিয়ে গেছে ফিফা।

স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার এ সেমি-ফাইনালে যে দল বিজয়ী হবে, সে দল অস্ট্রেলিয়া বা ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে বিজয়ী দল নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলার শিকার হওয়ার পর ইউক্রেনের অভ্যন্তরীণ খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

এদিকে আন্তর্জাতিক সব খেলাধুলার ইভেন্ট থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে। ফলে তারা বাছাইপর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না।