দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত, বৃষ্টিভেজা দর্শকদের আনন্দে ভাসালেন সাকিব

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩

অনলাইন ডেস্ক

বেলা তিনটার দিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখে আম্পায়ার। তবু পয়সা খরচ করে গ্যালারিতে আসা দর্শকরা অপেক্ষায় ছিলেন খেলা শুরু হওয়ার। যদিও তারা আগেই বুঝতে পেরেছেন আজ দ্বিতীয় দিনের খেলা আর মাঠে গড়াবে না। বৃষ্টিভেজা শেরে বাংলায় আজ শতাধিক দর্শক এসেছিল। অবশেষে বারবার বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করা হলো।

এ সময় বৃষ্টি একটু জরেই পরেছিল। তখন ড্রেসিংরুমে বসে থাকা বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান মাঠে নেমে রানিং করছিলেন। পিচ ঢাকা কাভারের ওপর দিয়ে যেতে যেতে কী যেন মনে করে ডাইভ দিলেন সাকিব! তার ত্রিপলের ওপর পিছলে যাওয়ার সেই দৃশ্য দেখে গ্যালারিতে আওয়াজ উঠল। যেন রুদ্ধশ্বাস কোনো ম্যাচে সাকিব দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন।

রবিবার (৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত করেছেন দুই আম্পায়ার। আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে আজ খেলা হয়েছে মাত্র ৩০ মিনিট। ওভারের হিসেবে ৬.২ বল। গতকাল প্রথম দিনে তবু ৫৭ ওভার খেলা হয়েছিল। মোট ৬৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে পাকিস্তান।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং নেয় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে  ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে প্রথম দিন শেষ করেছিল সিফরকারিরা। আজ কয়েক দফায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। সেটিও শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেওয়া হয় খেলা।

আজকের ৩০ মিনি খেলায় ৬.২ ওভারে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৮৮ রান। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে খেলা শুরু করেন অধিনায়ক বাবর আজম। সেখান থেকে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে আগেরদিন ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলি আজ ফিফটি তুলে নিতে ভুল করেননি। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত এ অভিজ্ঞ ব্যাটারের সংগ্রহ ৫২ রান। আজহার-বাবরের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১৮ রান।

বাংলাদেশের হয়ে পাকিস্তানের উইকেট দুটি নিয়েছেন তাইজুল ইসলাম।

তৃতীয় দিনের খেলা আগামীকাল সকাল সাড়ে ৯টায় শুরু হবে।