টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৫৮

সাহস ডেস্ক

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমে ভর করে নির্ভরযোগ্য স্কোর গড়েছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

রবিবার (২৪ অক্টোবর) শারজা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস করেন ৪০ রানের জুটি। এরপরই বিদায় নেন লিটন দাস। ৫.৫ ওভারে লাহিরু কুমারার বলে বেশ খানিকটা জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিড-অফে ধরা পড়লেন লিটন দাস। পাওয়ার প্লের ১ বল বাকি থাকতে বাংলাদেশ হারালো প্রথম উইকেট, লিটন ফিরেছেন ১৬ বলে ২ চারে ১৬ রান করেই।

অবশ্য উইকেট পাওয়ার পর কুমারাকে এগিয়ে গিয়ে কিছু একটা বলতে দেখা গেছে লিটনকে। লিটন সেটির জবাব দিয়েছেন। এতে বাক বিতণ্ডায় জড়ান দুজনে। পরে শ্রীলঙ্কার অন্য খেলোয়াড়, নাঈম ও আম্পায়াররা এসে শান্ত করেছেন দুজনকে। নিশ্চিতভাবেই ম্যাচ রেফারির খাতায় উঠেছে দুজনের নাম। এরপর নামেন সাকিব। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪১ রান তুলেছে বাংলাদেশ।

সাকিব নামায় ক্রিজে তখন দুজনেই বাঁহাতি। লঙ্কান অধিনায়ক তাই আক্রমণে এনেছেন অফস্পিনার চরিত আসালাঙ্কাকে। তবে এই ওভারে জয়ী সাকিব ও নাঈম। প্রথম বলেই এক্সট্রা কাভার দিয়ে ইনসাইড-আউটে চার মেরেছেন সাকিব, পরে এক সিঙ্গেল। এরপর কাট করে আরেকটা চার মেরেছেন নাঈম। শেষ বলে গিয়ে কাভার দিয়ে আরেকটা চার মেরেছেন সাকিব। আসালাঙ্কার এ ওভারে উঠেছে ১৪ রান। তখন বাংলাদেশ ৫৫/১, ৭ ওভার।

এরপরে ফেরেন সাকিব। সিমের ওপর হালকা আঙুল ঘুরিয়ে করা ডেলিভারিটা পড়েছিল ব্যাক অফ আ লেংথে। সাকিব সময় নিয়ে ঘুরিয়ে খেলতে গিয়ে হারিয়েছেন লেগ স্টাম্প। বাংলাদেশ ইনিংসের সবচেয়ে বড় উইকেটটাই পেলেন চামিকা করুনারত্নে। ৭ বলে ২ চারে ১০ রান করে ফিরলেন সাকিব আল হাসান। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারাল ৫৬ রানে।

এরপর নামেন মুশফিকুর। তাকে নিয়ে দারুণ একটি জুটি বাধেন ওপেনার মোহাম্মদ নাঈম। কুমারার ওভারে পয়েন্টে খেলে প্রথমে রান নেওয়ার ইচ্ছা দেখালেও পরে নাঈমকে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিক। তখন নাঈম ক্রিজের অনেক বাইরে। কুমারার থ্রো-টা সরাসরি আঘাত করতে পারেনি স্টাম্পে, ব্যাক-আপেও ছিলেন না কেউ। বেঁচে গেলে নাঈম। এই ওভারেই ডাউন দ্য গ্রাউন্ডে স্ট্রেইট ড্রাইভে চার মেরে হাফসেঞ্চুরি করেন নাঈম। টুর্নামেন্টে বাংলাদেশ ওপেনারের এটি দ্বিতীয় ফিফটি।

এরপর বিদায় নেন তিনি। ১৭ ওভারে বিনুরা ফার্নান্ডোর প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছেন নাঈম। ফার্নান্ডোর স্লো বাউন্সারে টাইমিংটা ঠিকঠাক হয়নি নাঈমের, দিয়েছেন ফিরতি ক্যাচ। ফেরার আগে ৫২ বলে ৬ চারে ৬২ রান করেন মোহাম্মদ নাঈম।

এরপর নামে আফিফ। নেমেই ফার্নান্ডোর লো-ফুলটসে ফাইন লেগ দিয়ে একটা চার মারেন আফিফ হোসেন। আফিফকে সাথে নিয়ে হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ১৯তম ওভারে কুমারার প্রথম বলে একটি সিঙ্গেল নিয়ে করেন ফিফটি। ৩২ বলে ৪ চার ২ ছক্কায় ৫০ রান করেন মুশফিক।

এরপরে রান আউট হয়ে বিদায় নেন আফিফ। একই ওভারের তৃতীয় বলে ক্রিজে বল ফেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন আফিফ। বেশখানিকটা বেড় হয়ে গিয়েছিলেন তিনি। তবে মুশফিকের সারা না পাওয়ায় ফিরে যাওয়ার সময় কুমারার হাতে রান আউট হয়ে ফেরন তিনি। ফেরার আগে ৬ বলে ১ চারে ৭ রান করেন আফিফ হোসেন।

এরপর নামে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক-রিয়াদ মিলে ম্যাচের বাকি ওভার খেলে এসেছেন অপরাজিত থেকে। শেষ পর্যন্ত মুশফিক করেছেন ৩৭ বলে ৫ চার ২ ছক্কায় ৫৭ রান এবং ৫ বলে ২ চারে ১০ রান করেন টাইগার অধিনায়ক।

লঙ্কানদের হয়ে চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো ও লাহিরু কুমারা ১টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা।

আজকের ম্যাচে একটি পরিবর্তন এসেছে টাইগার একাদশে। তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। শারজার উইকেট স্পিন সহায়ক, তাই দলে একজন বাড়তি স্পিনার যোগ করার কথা শুনিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

এদিকে শ্রীলঙ্কার একাদশেও একটি পরিবর্তন এসেছে। ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না রহস্যময় স্পিনার মাহিশ থিকশানা। তার জায়গায় এসেছেন বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
কুশল পেরেরা (উইকেটকিপার), পাথুম নিসানকা, চারিথ আসালঙ্কা, অভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত