চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের চূড়ান্ত সূচী

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ১৮:৫০

সাহস ডেস্ক

সম্প্রতি শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। সর্বশেষ জাপানের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে নিজেদের সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করেছিল বাংলাদেশ। সে ম্যাচটিতে বিতর্কিত রেফারিংয়ের কারণে ২-১ গোলে হেরে আরো একবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। তবে সে ব্যর্থতা মুছে ফেলার আরো একটা দারুণ সুযোগ এসেছে জামাল ভূঁইয়াদের হাতে। আসছে নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টে খেলবে দল। তাইর চূড়ান্ত সূচী প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের ম্যাচ দিয়েই চার জাতির টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৮ নভেম্বর এবং শেষ হবে ১৭ নভেম্বর। চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীষ দুই দল ফাইনালে খেলবে।

তিন ম্যাচের সূচী:
৮ নভেম্বর সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
১১ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৪ নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

নভেম্বরের এ টুর্নামেন্টের জন্য কিছু দিনের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু করবে বাফুফে। কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নভেম্বরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে কে থাকবেন। তবে এই সপ্তাহের মধ্যেই জানা যাবে বিষয়টি।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত