অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় আফগান যুবারা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

সাহস ডেস্ক

সকল অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পা রাখলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৫টি ওডিআই ও একটি চার দিনের টেস্ট ম্যাচ খেলবে আফগান যুবারা।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় আফগান যুবারা। কিছু জটিলতার কারণে তিন ধাপে ক্রিকেটারদের পাঠানোর সিদ্ধান্ত নেয় আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, 'আফগান যুব দলের আটজনের প্রথম গ্রুপ শনিবার এসেছে। বাকি খেলোয়াড়রা আসবে দুটি গ্রুপে ভাগ হয়ে। গতকাল ঢাকায় নেমেই সিলেটে চলে গেছেন আফগানরা।'

তালেবানদের আফগান দখলের পরই অনিশ্চয়তায় ভুগছিলো সবাই। তালেবানরা ক্রিকেটে উন্নতি সাধনের কথা বললেও আফগান ক্রিকেট নিয়ে মোটেই শংকা কাটছিলো না বিসিবির। ফলে আফগান যুবারা সিরিজটি খেলতে দেশে আসতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলো বিসিবি কর্মকর্তারা। এমন কি সিরিজটি পিছিয়ে দেয়ার চিন্তা-ভাবনা ছিলো বলেও জানা যায়। তালেবান নিয়ন্ত্রণের পর এটিই আফগান ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। 

আগামী ১০ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওডিআইতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১০-২৫ সেপ্টেম্বরে চলা সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর আর কোন ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের যুবাদের। করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিলো সকল কার্যক্রম। আফগান সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড-
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।

সিরিজের সূচি:
১০ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে
১২ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে
১৪ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে
১৭ সেপ্টেম্বর- চতুর্থ ওয়ানডে
১৯ সেপ্টেম্বর- পঞ্চম ওয়ানডে
২২-২৫ সেপ্টেম্বর- একমাত্র চার দিনের ম্যাচ।

সাহস২৪.কম/জেএস/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত