নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারি নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে ১৪১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ নাঈম ও লিটন দাস। নেমেই শূন্যতে বাঁচলেন লিটন। দ্বিতীয় ওভারে কোল ম্যাককনচির বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন ডানহাতি এই ওপেনার। আগের ম্যাচে মাত্র ১ রান করেছিলেন সৌম্য সরকারের যায়গায় সুযোগ পাওয়া লিটন দাস। ২ ওভারে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬। পরে তৃতীয় ওভারে এজাজ প্যাটেলকে টানা দুই বাউন্ডারি মারেন লিটন দাস। ৩ ওভার শেষে বাংলাদেশে সংগ্রহ ১৫ রান।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে বিনা উইকেটে ৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেরেবাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে বল থেমে আসায় সহজাত ব্যাটিংটা করতে পারছেন না দুই ওপেনার লিটন (১৮ বলে ২০*) ও নাঈম (১৭ বলে ১৫*)।

এরপর ১০মত ওভারে এসে প্রথম ছক্কার দেখা পেল বাংলাদেশ। স্পিনার রচিন রবীন্দ্রকে মিডউইকেট দিয়ে ছক্কা মারেন লিটন দাস। তবে শেষ হাসি হাসলেন রাচিনই। এক বল পরই বোল্ড করলেন লিটনকে। অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়া বল অফে সরে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। এতে লিটন দাস বোল্ড হয়ে ফেরেন। ফেরার আগে ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন তিনি। তারই সাথে ৫৭ বল স্থায়ী ৫৯ রানের জুটিও ভেঙে যায়।

এরপর নামেন মুশফিকুর রহিম। নেমেই আউট। একই ওভারে অর্থাৎ ১০তম ওভারে রচিন রবীন্দ্রার চতুর্থ বলে বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মুশফিক।

এরপর নামেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। ১১তম ওভারে ম্যাককনচিকে দুটি চার মারেন সাকিব। তবে শেষ বলে ছক্কা মারতে গিয়ে বল লং অফে জেগে যায়। ক্যাচ ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন বেন সিয়ার্স। ভাগ্যভালো তার, হাত থেকে ফস্কে গেলেও মাটিতে পড়েনি বল। পায়ে লেগে শূন্যতে থাকতেই কোনোমতে মুঠোয় জমান সিয়ার্স। ৭ বলে ২ চারে ১২ রান করে ফেরেন সাকিব আল হাসান। ১১ ওভারে তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৭২।

এরপর নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার সাথে ক্রিজে ছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ১৬তম ওভারে নাঈমকে ফেরালেন রাচিন রবীন্দ্র। তার বলে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে লাইনে টম ব্লান্ডেলের হাতে ধরা পরেন বাঁহাতি ওপেনার। ফেরার আগে ৩৯ বলে ৩ চারে ৩৯ রান করেন নাঈম।

এরপর নামেন আফিফ হোসেন। তিনি নেমেই দ্রুত ফিরে গেলেন। এজাজ প্যাটেলের বলে লং অনে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ফেরার আগে মাত্র ৩ রান করেন আফিফ।

এরপর নির্ধারিত ওভারের শেষ বলে আউট নুরুল হাসান। শেষ বলে বাউন্ডারি মারতে গিয়ে জাগিয়ে দেন নুরুল। কিন্তু বল ৩০ গজের মধ্যেই আটকে থাকল। অনেক দূর দৌড়ে এসে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন উইল ইয়ং। ফেরার আগে ৯ বলে ১৩ রান করেন নুরুল হাসান। এদিকে ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অবশেষে ১৪১ রানে থেমে যায় বাংলাদেশ।

কিউইদের হয়ে রাচিন রবীন্দ্র ৩টি এবং এজাজ প্যাটেল, ম্যাককনচি ও হামিস বেননেট ১টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেব সফরকারিরা।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ:
টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, উইল ইয়ং, কলিং ডি গ্রান্ডহোম, টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলাস, কোল ম্যাককনচি, ডাউক ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, হামিস বেননেট ও বেন সিরস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত