কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৮:৩৭

সাহস ডেস্ক

জিম্ববুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি সেরে রেখেছেন তামিম-সাকিবরা। গতকাল বুধবার একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা। আগামীকাল শুক্রবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। প্রথম ওয়ানডের সময় ২৪ ঘণ্টাও বাকি নেই। এদিকে এখনো ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি স্বাগতিক জিম্বাবুয়ে। যার ফলে ধোঁয়াশায় সময় পার করছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক এখনো জানেন না কেমন হবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। সিরিজে থাকছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। গত ১১ জুলাই শেষ হয়েছে একমাত্র টেস্ট ম্যাচটি। তবে এই টেস্টর দলটা আগেভাগেই ঘোষণা করেছিল স্বাগতিকরা। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনো তারা দল ঘোষণা করেনি। এমনকি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব কে করবেন, তাও জানা যায়নি।

আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। অথচ কাদের বিপক্ষে মাঠে নামবে তা জানেই না তামিমরা, ‘আমরা এখনো জানি না, কার সঙ্গে খেলছি। এ মুহূর্তে আমি বলতে পারছি না, আমি কাদের বিপক্ষে মাঠে নামব। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে, আমরা এখনো দলের কথা জানি না।’

আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এক কথা জানান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

সাধারণত ম্যাচের আগে টিম মিটিং হয়, সেটা কিভাবে হবে তাও বুঝতে পারছেন না তামিম বলেন, ‘এটা আমার কাছে একটু ভিন্ন ব্যাপার মনে হচ্ছে। কারণ ২৪ ঘণ্টাও হাতে নেই। আমি তাদের দলের ব্যাপারে জানিই না। সাধারণত যে সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করেন- আপনি যদি দলই না জানেন, তাহলে কাকে নিয়ে মিটিং করবেন সেটাই বুঝছি না। এটা আসলে বিস্ময়ের ব্যাপার।’

শুধু তামিম নন, এ ব্যাপারে ধোঁয়াশার মধ্যে আছে বিসিবিও। জিম্বাবুয়েতে দলের সঙ্গে দলীয় নেতা হিসেবে থাকা বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বলেছেন, ‘আমরা জিম্বাবুয়ে বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছি, আমরা বিস্তারিত জানতে চেয়েছি। আশা করি শিগগিরই জানতে পারব।’

এর আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়ে দলে ছিলেন না তাদের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস, ক্রেইগ আরভিনরা। জানা গেছে পরিবারের সদস্য করোনা পজিটিভ হওয়ায় স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারেননি তারা। তবে ওয়ানডেতে খেলবেন কিনা, সেটিও নিশ্চিত নয় এখনো। এদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেননি এ দুজন। অবশ্য প্রস্তুতি ম্যাচে ছিলেন সিকান্দার রাজা, জিম্বাবুয়ের শেষ ওয়ানডেতে অধিনায়কত্ব করা চামু চিবাবা।

তামিম আরো বলছেন, উইলিয়ামস বা আরভিনকে হোটেলে দেখেননি তিনি এখনো। কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী, অন্তত ১০ দিন সে হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা তাদের। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাও জিম্বাবুয়ে ক্রিকেট ও কোভিড-১৯ প্রটোকল নিয়ে যারা জ্ঞান রাখেন, তাদের ওপরই ছেড়ে দিয়েছেন তামিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত