নিশ্চয়ই সুদিন আসবে দেশের ফুটবলে: জামাল ভূঁইয়া

প্রকাশ : ০৯ জুন ২০২১, ১৮:১৯

সাহস ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে জয় কিংবা ড্রই প্রত্যাশা করেছিল সমর্থকরা। কিন্তু এক সুনীল ছেত্রীর জোড়া গোলেই হতাশ করেছে সবাইকে। যদিও বাংলাদেশের তুলনায় শক্তিমত্তা ও র‌্যাংকিংয়ে এগিয়ে ভারত। ভারত যেখানে ফিফা র‌্যাংকিংয়ে ১০৫ নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৬। অর্থাৎ ৮১ ধাপ পেছনে লাল-সবুজ জার্সিধারীরা।

৭ জুন কাতারে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলমুখে ভারতীয়দের জোয়ার রুখতে পারেনি বাংলাদেশের ডিফেন্স। ৭৯ মিনিটে প্রথম গোল করেন ছেত্রী। এরপর খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০+২ মিনিটে) আবারো গোল করেন ভারত অধিনায়ক। ভারতের কাছে এই হার অপ্রত্যাশিত না হলেও মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের। এ জন্য দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক।

বুধবার (৯ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে জামাল জানিয়েছেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ। আমরা চাইলে সমালোচনা করতে পারি ম্যাচে কি উচিত হয়নি আমাদের এবং এটাই স্বাভাবিক যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে, যা খুব হতাশার। তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে, এবং এটাই জীবন।’

দেশের জার্সিতে খেলা ও দেশের পতাকাকে কতটা ভালোবাসেন জানিয়ে অধিনায়ক আরো লেখেন, ‘আমরা এ পতাকা আর এ দলটাকে কতটা ভালোবাসি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন নিশ্চয়ই সুদিন আসবে আমাদের ফুটবলে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত