লিটনের পর সাকিবের বিদায়

প্রকাশ : ২৩ মে ২০২১, ১৪:১৫

সাহস ডেস্ক

লিটনের পর সাকিবের বিদায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই শূন্য রানে লিটন দাসকে হারিয়েছে টাইগাররা। এরপরই বিদায় নিলেন সাকিব আল হাসান।

রবিবার (২৩ মে) মিরপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এরপর উইকেটে আসে সাকিব। অন্যপ্রান্তে আছেন তামিম ইকবাল। অধিনায়ককে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ভালোই খেলছিলেন সাকিব–তামিম। কিন্তু দুজনের জুটিটা খুব বেশি বড় হয়নি। ৩৮ রান তোলার পর ভেঙেছে তাদের জুটি। গুনাতিলকার বলে মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান। ৩৪ বলে ২ চারে ১৫ রান নিয়ে বিদায় নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৪৫ বলে ৪ চারে ২৯ রান নিয়ে ক্রীজে আছেন আছেন তামিম ইকবাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মেহিদী হাসান মীরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ:
কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), দানুশকা গুনাতিলকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিদু হাসারাঙা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত