প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জয় লেস্টার সিটি’র

প্রকাশ : ১৭ মে ২০২১, ০১:০৯

সাহস ডেস্ক

লেস্টার সিটির জন্য দিনটি যেন স্বপ্নের মতোই। চেলসির আক্রমনকে শুধু রুখেই রাখেনি, বরং ১-০ গোলে জয় করে নিলেন শিরোপাও। 

লেস্টার সিটির জন্য রাত ছিলো ইতিহাস গড়ার। প্রতিদ্বন্দ্বী ছিলেন ৮ বার এফএ কাপের শিরোপা ঘরে তোলা চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নেয়া চেলসি এই ট্রফি জিতে আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়ে নিতে পারতো।

চেলসির একেরপর এক আক্রমনকে আটকে দিয়ে কোনো ভাবেই গোলের মুখ দেখতে দেয়নি লেস্টার গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। যদিও লেস্টারসিটি নিজেও প্রথমার্ধ্বে করতে পারেনি কোনো গোল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে তিয়েলেমান্সের করা গোলে লিড পায় লেস্টার। 

ম্যাচের ৮৮ মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি। কিন্তু মরগানের সেই আত্মঘাতী গোল ভিএআর-এ অফসাইড প্রমাণিত হলে সমতায় ফেরা হয়নি ব্লুদের। ফলে ১-০ গোলের জয় নিয়েই প্রথমবারের মত এফএ কাপের শিরোপা উদযাপন করে দ্যা ফক্সেস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত