ম্যানইউর সঙ্গে আরও এক বছরের চুক্তি করলেন কাভানি

প্রকাশ | ১১ মে ২০২১, ১৪:৩৯

অনলাইন ডেস্ক

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যেন নতুন জীবন পেয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড এদিনসন কাভানি। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে দারুন সময় পার করছেন তিনি। আর তাইতো ইংলিশ ক্লাবটির সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করেছেন উরুগুয়ান এই ফরোয়ার্ড। ফলে ২০২২ সাল পর্যন্ত তিনি ওল্ড ট্রাফোর্ডে থাকছেন।

ম্যানইউ আনুষ্ঠানিকভাবে কাভানির সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা দেয়। গত সাত ম্যাচে আট গোল ও তিনটি অ্যাসিস্ট ছিল তার। স্বাভাবিকভাবেই তার সঙ্গে চুক্তি বাড়াতে দ্বিতীয়বার ভাবেনি প্রিমিয়ার লিগ ক্লাবটি।

ম্যানইউর অফিসিয়াল ওয়েবসাইটে কাভানি বলেছেন, গত প্রায় এক বছর ধরে ক্লাবটির প্রতি আমার এক ধরনের ভালোবাসা জন্ম নিয়েছে, এমনকি সংশ্লিষ্ট সবকিছুর সঙ্গে। সতীর্থ ও দৃশ্যপটের বাইরে কাজ করা স্টাফদের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে আমার।

তিনি আরো বলেছেন, ওল্ড ট্র্যাফোর্ডে এখনও দর্শকের সামনে আমার খেলা হয়নি এবং এর জন্যে আমার আর তর সইছে না।