শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দল ঘোষণা

প্রকাশ | ২০ এপ্রিল ২০২১, ১৬:০১ | আপডেট: ২০ এপ্রিল ২০২১, ১৬:০৬

অনলাইন ডেস্ক

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দেশটির পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ম্যাচটি। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

তবে ২১ সদস্যের প্রাথমিক দল ছোট করে আনা হবে আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। শ্রীলঙ্কায় হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে কে কেমন করে সেটা দেখে দল ঘোষণা করা কথা ছিল।

সম্ভবত সেরকমই হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়ছেন খালেদ আহমেদ, নাঈম হাসান, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান। তবে কাল প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে টিকে গেছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

প্রথম টেস্টের ১৫ সদস্যের দল:
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম।