অপ্রতিরোধ্য বেল: করলেন দুটি গোল, করিয়েছেন একটি

প্রকাশ : ০১ মার্চ ২০২১, ১৭:০৬

দুদিন আগেও যে বেলের ফর্ম আর আচার-আচরণ দেখে মনে হচ্ছিল টটেনহামে আর জায়গা হবে না, সে বেল যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। চলছেন হ্যারি কেন, সন হিউন-মিংদের সঙ্গে তাল মিলিয়ে। করেছেন দুটি গোল, করিয়েছেন একটি। গ্যারেথ বেল বেলের এই নৈপুণ্যে বার্নলিকে বিশাল ব্যবধানে হারিয়ে লিগের সেরা চারে যেতে টিকে থাকল টটেনহাম হটস্পার।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) টটেনহাম হটস্পার স্টেডিয়ামে বার্নলিকে ৪-০ গোলে হারিয়েছে হোসে মরিনিওর শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় টটেনহাম হটস্পার। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে গোলটি করেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল।পরে ম্যাচের ১৫ মিনিটে হ্যারি কেনের গোলের ফের এগিয়ে যায় হটস্পাররা। পরে বিরতিতে যাওয়ার আগে আরেকবার এগিয়ে যায় টটেনহাম। ম্যাচের ৩১ মিনিটে গোলটি করেন লুকাস মাউরা। এই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম হটস্পার।

বিরতি থেকে ফিরে এসে ওই বেলের নৈপুণ্যেই আবারো এগিয়ে যায় হটস্পাররা। ম্যাচের ৫৫ মিনিটে গোলটি করে দলকে আরো এগিয়ে দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ওয়েলস উইঙ্গার গ্যারেথ বেল। পরে আর কোনো গোল না হলে এই ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিওর দল।

ফর্মে ফেরা নিয়ে ম্যাচ শেষে বিবিসির ম্যাচ অব দ্য ডেকে দেওয়া সাক্ষাৎকারে বেল জানিয়েছেন, ‘আমি এ মৌসুমে সুখে আছি। ড্রেসিংরুমে আমি সবার সঙ্গে খুশিই থাকি। আমি আনন্দেই আছি এখানে। আশা করি, সেটা আপনারা খেলার মাঠেও পারফরম্যান্স দেখে বুঝতে পারছেন।’

তিনি আরো বলেন, ‘যখন আমাকে উঠিয়ে নেওয়া হলো, তখন আমি কষ্ট পাইনি। অনেক ম্যাচ বাকি আছে এখনো, প্রতি ম্যাচে কিছু না কিছু সময় খেলাটাই গুরুত্বপূর্ণ।’

চলতি মৌসুমে লিগে টটেনহামের হয়ে আট ম্যাচে বেল সুযোগ পেলেও, সুযোগ পেয়েছেন মাত্র দুটি ম্যাচের মূল একাদশে। এর আগে গোলও করেছিলেন সাকল্যে একটি। তবে এখন আরও বেশি পুরোদস্তুর ‘টিম-ম্যান’ হয়ে উঠেছেন ৩১ বছর বয়সী এই উইঙ্গার, ‘আমরা জয়ের ধারায় ছিলাম না। তাই আজকের জয়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধু গোল করেছি বলে নয়, আমরা যেভাবে খেলেছি, সব মিলিয়ে আমি সন্তুষ্ট। গোল করার মাধ্যমে বা সহায়তা করার মাধ্যমে, যেভাবেই হোক না কেন, আমি খুশি যে আমি দলকে সাহায্য করতে পেরেছি।’

এই জয়ে ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থানে উঠে এসেছে টটেনহাম হটস্পার। এক ম্যাচ বেশি খেলে অর্থাৎ ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে ওয়েস্ট হাম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে লিভারপুল। আর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে ও টটেনহামের আগে আছে এভারটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত