মা হারানো রোনালদিনিওর পাশে মেসি

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

গত দুই দিন আগে মা হারিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পোর্তো অ্যালেগ্রের মায় দে দিউস হাসপাতালে আড়াই মাস ধরে লড়েছেন তার মা। অবশেষে হেরে গেলেন, সাহপাতালেই মৃত্যুবরণ করেছেন রোনালদিনিওর মা মিগুয়েলিনা এলোই আসিস দস সান্তোস।

২০০২ বিশ্বকাপজয়ী এ তারকার শোকের সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ব্রাজিলের সাবেক ফুটবলারের প্রতি সহমর্মিতা জানিয়ে ইনস্টাগ্রামে মেসি জানিয়েছেন, ‘রোনি, আমি ভাষাহীন। বিশ্বাসই হচ্ছে না। এই শোক সহ্য করার শক্তি হিসেবে পাশে আছি, পরিবারের প্রতি সমবদেনা। তোমার এই ক্ষতিতে খারাপ লাগছে। তিনি শান্তিতে ঘুমোন।’

ফ্রাঙ্ক রাইকার্ড কোচ থাকতে বার্সায় রোনালদিনিও–র সঙ্গে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মেসি।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ডিসেম্বর থেকেই হাসপাতালে ছিলেন বার্সার সাবেক এ মিডফিল্ডারের মা। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।

২০১৮ সালে অবসর নেওয়া রোনালদিনিও–র গত এক বছর বেশ বাজে কাটছে। দাতব্য কাজে প্যারাগুয়ে গিয়েছিলেন। কিন্তু ব্রাজিল ছাড়ার অনুমতি না থাকায় জাল পাসপোর্ট ব্যবহার করা হয়েছিল। প্যারাগুয়ে যাওয়ার এক দিন পর জাল পাসপোর্ট বহন করার দায়ে পুলিশ আটক করেছিল রোনালদিনিওকে। জেল খাটতেও হয়েছিল।