হোয়াইটওয়াশ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

সাহস ডেস্ক

করোনার দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এতে সিরিজের ২-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবালের দল।

করোনা ইস্যুতে বাংলাদেশ সফরে আসেনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ১০জন তারকা ক্রিকেটার। সেই দিক থেকে দুই দলের বিবেচনায় অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে টাইগাররা।

কাগজে কলমে বাংলাদেশ এগিয়ে থাকলেও পরিসংখ্যানে ক্যারিবীয়দের তুলনায় একধাপ পিছিয়ে স্বাগতিকরা। অতীতে ৩৯ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-উইন্ডিজ। তার মধ্যে ক্যারিবীয়রা জয় পায় ২১ ম্যাচে, বাংলাদেশ জিতে ১৬ ম্যাচে। দুই ম্যাচে কোনো রেজাল্ট হয়নি।

সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলে থাকবে কিছু পরিবর্তন। এমন আভাসই দিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। থাকতে পারে সফরকারি দলেও পরিবর্তন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।  

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ:
সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকগার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনকেরুমা বোর্ন, রোভম্যান পাওয়েল, রায়মন রিফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত