লিভারপুলকে টপকে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৩৮

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে পল পগবার একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে দীর্ঘ আট বছর পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) তুর্ফমুড় স্টেডিয়ামে স্বাগতিক বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ওলে গানার সুলশারের শিষ্যরা। আগামী রবিবার (১৭ জানুয়ারি) লিগ ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ইউনাইটেড। একদম দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের আগে বার্নলি গোল বরাবর একটা শটও নিতে পারেনি। শেষ মুহূর্তে তিনটা সুযোগ পেলেও বার্নলি সেগুলো নষ্ট করেছে। তবে ম্যাচের ৭১ মিনিটে ইংলিশ উইঙ্গার মার্কাস রাশফোর্ডের ক্রসে ভলি করে পগবাই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন। লিগের শেষ ১৪ ম্যাচে এই নিয়ে ১১ বার গোলে ভূমিকা রাখলেন রাশফোর্ড। ছয় গোল করেছেন, বাকি পাঁচ গোলে সহায়তা করেছেন।

এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লিভারপুল। সমান ম্যাচে সমান ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে লেস্টার সিটি ও চতুর্থস্থানে আছে এভারটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত