x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

করোনায় আক্রান্ত বার্সেলোনার দুই কোচিং স্টাফ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২১, ১৩:২৩

সাহস ডেস্ক

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুই কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে।

লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলার আগে হেড কোচ রোনাল্ড কোম্যানেরও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনটিও বাতিল করা হয়।

বার্সেলোনার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘আজ (সোমবার) পিসিআর টেস্টে মূল দলের দুজন স্টাফের নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। এ ব্যাপারে ক্রীড়া ও স্বাস্থ্য-সম্পর্কিত যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে লা লিগার নিয়ম মেনে পুরো দলের পিসিআর পরীক্ষা করা হবে।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এর ফলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টার অনুশীলন স্থগিত করা হয়েছে। অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের আগের নির্ধারিত অনুশীলনের নতুন সময় এবং সে অনুযায়ী সংবাদ সম্মেলনের সূচি আগামীকাল (আজ) জানিয়ে দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
আপনি কী মনে করেন করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পদক্ষেপ সন্তোষজনক?