ফিফার বর্ষসেরা পুরস্কারে যারা মনোনয়ন পেলেন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৮:২৯

সাহস ডেস্ক

করোনাকালে ব্যালন ডি’অর পুরস্কার না দেওয়া হলেও ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড (সাবেক ফিফা বর্ষসেরা পুরস্কার) ঠিকই দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। সাতটি আলাদা আলাদা বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। সে লক্ষ্যেই মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

আগামী ১৭ ডিসেম্বর দেওয়া হবে এ পুরস্কার। একই সঙ্গে বছরের সবচেয়ে দর্শনীয় গোলের পুরস্কার ‘ফিফা পুসকাস অ্যাওয়ার্ড’–এর মনোনয়নপ্রাপ্তদের নামও ঘোষণা করেছে ফিফা।

একনজরে দেখে নিন কে কোন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন-

সেরা পুরুষ ফুটবলার
লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল, জুভেন্টাস)
রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ)
কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি)
থিয়াগো আলকানতারা (স্পেন, বায়ার্ন মিউনিখ/লিভারপুল)
মোহামেদ সালাহ (মিসর, লিভারপুল)
সাদিও মানে (সেনেগাল, লিভারপুল)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)
নেইমার (ব্রাজিল, পিএসজি)
সের্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ)

সেরা পুরুষ গোলরক্ষক
আলিসন বেকার (ব্রাজিল, লিভারপুল)
মানুয়েল নয়্যার (জার্মানি, বায়ার্ন মিউনিখ)
ইয়ান ওবলাক (স্লোভেনিয়া, আতলেতিকো মাদ্রিদ)
থিবো কোর্তোয়া (বেলজিয়াম, রিয়াল মাদ্রিদ)
মার্ক আন্দ্রে টের স্টেগেন (জার্মানি, বার্সেলোনা)

সেরা কোচ (পুরুষ দল)
ইয়ুর্গেন ক্লপ (জার্মানি, লিভারপুল)
জিনেদিন জিদান (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
হান্স ডিটার ফ্লিক (জার্মানি, বায়ার্ন মিউনিখ)
মার্সেলো বিয়েলসা (আর্জেন্টিনা, লিডস ইউনাইটেড)
হুলেন লোপেতেগি (স্পেন, সেভিয়া)

সেরা নারী ফুটবলার
লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, অলিম্পিক লিওঁ/ম্যানচেস্টার সিটি)
দেলফিন ক্যাসকারিনো (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)
ক্যারোলিন গ্রাহাম হানসেন (নরওয়ে, বার্সেলোনা)
পার্নিল হার্ডার (ডেনমার্ক, ভলফসবুর্গ/চেলসি)
জেনিফার হার্মোসো (স্পেন, বার্সেলোনা)
জি সো ইউন (দক্ষিণ কোরিয়া, বার্সেলোনা)
স্যাম কের (অস্ট্রেলিয়া, চেলসি)
সাকি কুমাগাই (জাপান, অলিম্পিক লিওঁ)
সেনিফের মারোসোন (জার্মানি, অলিম্পিক লিওঁ)
ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্যান্ডস, আর্সেনাল)
ওয়েন্ডি রেনার (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)

সেরা নারী গোলরক্ষক
অ্যান-ক্যাত্রিন বার্গার (জার্মানি, চেলসি)
সারা বুহাদ্দি (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)
ক্রিস্টিয়ানে এন্ডলার (চিলি, পিএসজি)
হেডভিগ লিন্ডাল (সুইডেন, ভলফসবুর্গ/আতলেতিকো মাদ্রিদ)
অ্যালিসা নেহার (যুক্তরাষ্ট্র, শিকাগো রেড স্টারস)
এলি রোবাক (ইংল্যান্ড, ম্যানচেস্টার সিটি)

সেরা কোচ (মহিলা দল)
লুই কোর্তে (স্পেন, বার্সেলোনা)
রিটা গুয়ারিনো (ইতালি, জুভেন্টাস)
এমা হায়েস (ইংল্যান্ড, চেলসি)
স্তেফান লের্চ (জার্মানি, ভলফসবুর্গ)
হেগে রিসা (নরওয়ে, এলএসকে কেভিনের)
জ্যাঁ লুক ভ্যাসো (ফ্রান্স, অলিম্পিক লিওঁ)
সারিনা উইগমান (নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস জাতীয় দল)

ফিফা পুসকাস অ্যাওয়ার্ড
লুইস সুয়ারেজ (বার্সেলোনা বনাম রিয়াল মায়োর্কা, স্প্যানিশ লিগ, ৭ ডিসেম্বর ২০১৯)
সন হিউং মিন (টটেনহাম হটস্পার বনাম বার্নলি, ইংলিশ প্রিমিয়ার লিগ, ৭ ডিসেম্বর ২০১৯)
জ্লাতকো ইয়ুনুজোভিচ (সালজবুর্গ বনাম র‍্যাপিড ভিয়েনা, অস্ট্রিয়ান বুন্দেসলিগা, ২৪ জুন ২০২০)
আন্দ্রে পিয়েরে জিনিয়াক (তিগ্রেস বনাম পুমাস, মেক্সিকান লিগ, ১ মার্চ ২০২০)
জর্জিয়ান দি আরাস্কায়েতা (সিয়ারা বনাম ফ্লামেঙ্গো, ব্রাজিলিয়ান লিগ, ২৫ আগস্ট ২০১৯)
লিওনেল কুইনিওনেজ (ইউনিভার্সিদাদ কাতোলিকা বনাম সিএসডি মাকার, ইকুয়েডর লিগ, ১৯ আগস্ট ২০১৯)
জর্ডান ফ্লোরেস (শামরক রোভার্স বনাম দানদালক এফসি, আইরিশ লিগ, ২৮ ফেব্রুয়ারি ২০২০)
হ্লোমফো কেকানা (মামেলোদি সানডাউনস বনাম কেপটাউন এফসি, দক্ষিণ আফ্রিকান লিগ, ২০ আগস্ট ২০১৯)
শার্লি ক্রুজ (কোস্টারিকা বনাম পানামা, কনকাকাফ নারী অলিম্পিক বাছাইপর্ব, ২৮ জানুয়ারি ২০২০)
সোফি ইঙ্গল (আর্সেনাল বনাম চেলসি, নারী সুপার লিগ, ১৯ জানুয়ারি ২০২০)
ক্যারোলিন উইয়ের (ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড, নারী সুপার লিগ, ৭ সেপ্টেম্বর ২০১৯)

সেরা খেলোয়াড় নির্বাচন করতে পারেন আপনিও। www.fifa.com—এই ওয়েবসাইটে ঢুকে ভোট দিতে পারেন আপনার চোখে এ বছরের সেরা খেলোয়াড় কিংবা কোচকে। ভোট দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত