করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হাবিবুল বাসার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২০, ২০:৪৮

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

গত ১১ নভেম্বর (বুধবার) করোনা পরীক্ষায় পজিটিভ আসে সুমনের। কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত সোমবার (১৬ নভেম্বর) ডাক্তারের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একথা নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই।

হাবিবুল বাশার বলেন, ‘আমি এখন ভালো আছি। গত সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছি, এখন এভারকেয়ারে আছি। কিছু পরীক্ষার রিপোর্ট নিয়ে সোমবার ডাক্তারের কাছে এসেছিলাম। রিপোর্ট দেখে ডাক্তার বললো আপনার ফুসফুসে ইনফেকশনটা বেড়েছে। তাদের পরামর্শেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হই, চিকিৎসা চলছে এখন। ভর্তি হওয়ার পর আল্লাহর রহমতে জ্বরটা আর আসেনি। ফুসফুসে ইনফেকশনের কারণেই জ্বরটা কমছিল না। এখন ভালো আছি, যদি সব ঠিক থাকে তবে আগামী শনিবার (২১ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পাব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত