রাশফোর্ডের হ্যাটট্রিকে লাইপজিগকে হারিয়ে দুর্দান্ত ম্যানইউ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২০, ১২:৫২

অনলাইন ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজিকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটে। কাল দ্বিতীয় ম্যাচে মার্কাস রাশফোর্ডের হ্যাটট্রিকে গত আসরে সেমিফাইনাল খেলা আরবি লাইপজিগকে গোলবন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার (২৮ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লাইপজিগকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ওলে গুনার সুলশারের শিষ্যরা।

ম্যাচে শেষদিকে ১৮ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মার্কাস রাশফোর্ড। দলের হয়ে আরও একটি করে গোল করেন ম্যাসন গ্রিনউড ও অঁতনি মার্শিয়াল।

এদিন লাইপজিগকে নিয়ে আনন্দে নামে ম্যানইউ। ম্যাচের ২১ মিনিটে গ্রিনউড গোল করে এগিয়ে দেন রেড ডেভিলসদের। তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে জ্বলে ওঠেন রাশফোর্ড। ম্যাচের ৭৪, ৭৮ ও যোগ করা সময়ে হ্যাটট্রিক করে বসেন এই ইংলিশ স্ট্রাইকার। মাঝে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন নেন মার্শিয়াল।