জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে বসুন্ধরা কিংসের ফুটবলাররা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৮:১৭

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের দীর্ঘ বিরতির পর আগামী নভেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবে বাংলাদেশ ফুটবল। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে খেলা জাতীয় দলের ফুটবলাররা।

বুধবার (২৮ অক্টোবর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন তারা।

যোগ দিয়েই বিপ টেস্ট দেন সব ফুটবলাররা। দীর্ঘ দিন অনুশীলন না করায় কেউই বিপ টেস্টে ভালো করতে পারেনি। এমনকি আগেই অনুশীলন শুরু করা বসুন্ধরা কিংসের ফুটবলাররাও ভালো করতে পারেনি। ফিটনেস আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই প্রধান কাজ বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সহকারী কোচ মাসুদ কায়সার।

তিনি বলেন, ‘বসুন্ধরা নিজস্ব উদ্যোগে আরও আগে থেকে অনুশীলন শুরু করলেও অন্য ক্লাবের বেশ কয়েকজন খেলোয়াড়ের ফিটনেসের মান তাদের কাছাকাছিই। নেপাল ম্যাচের আগেই সবার ফিটনেস একই পর্যায়ে নিয়ে যাওয়াটা আবশ্যিক। আজকের বিপ টেস্টের ফল দেখেই পরের দুই সপ্তাহের অনুশীলন হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত