৪০ শতাংশ দর্শক মাঠে খেলা দেখার অনুমতি পাবেন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৭:২৭

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের কারণে সব ধরণের প্রতিযোগিতা বন্ধ হয়েগেছিল। তবে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে, করোনাকে সঙ্গী করেই। এই মহামারিকে সঙ্গে নিয়েই স্বাস্থ্যবিধি মেনে পুনরায় সব ধরণের প্রতিযোগিতা শুরু হয়েছে। দর্শক মাঠে প্রবেশের অবশ্য অনুমতি মেলেনি এখন পর্যন্ত।

আগামী বছরও যদি করোনার ভ্যাকসিন না আসে, তা হলে ৩০-৪০ শতাংশ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে– এমনটিই জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

গত সোমবার (২৬ অক্টোবর) কনমেবলের ডেভেলপিং ডাইরেক্টর গঞ্জালো বেলোসো বলেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর তা যদি না হয়, তবে অন্তত ৩০-৪০ শতাংশ দর্শকের উপস্থিতির নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি।’

গঞ্জালো বেলোসো আরও বলেন, ‘পুরো বিষয়টি আয়োজক দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

আগামী বছর ১১ জুন থেকে ১০ জুলাই আর্জেন্টিনা ও কলম্বিয়ায় এ দুই দেশ যৌথভাবে কোপা আমেরিকার আয়োজন করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত