সহজ জেতা ম্যাচটি হেরেই গেল হায়দরাবাদ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ১৪:৫৩

সাহস ডেস্ক

কিংস ইলেভেন পাঞ্জাবকে মাত্র ১২৬ রানে আটকে ফেলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের ব্যর্থতার দায় মিটিয়ে সহজেই জেতা ম্যাচটি হেরে গেল ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার (২৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১২ রানে হারল হায়দরাবাদ।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে পাঞ্জাব। হায়দ্রাবাদ বোলারদের চাপে কেউই বড় স্কোর করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ নিকোলাস পুরান ৩২, অধিনায়ক রাহুল ২৭, গেইল ২০ ও মানদিপ ১৭ রান করেন।

হায়দরাবাদের হয়ে বল হাতে সন্দ্বীপ শর্মা, জেসন হোল্ডার ও রশিদ খান ২টি করে উইকেট নেন।

পাঞ্জাবের দেওয়া মাত্র ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই ১১৪ অল আউট হয়ে যায় হায়দরাবাদ। দলের হয়ে ওয়ার্নার ও জনি বেয়ারস্টো দারুণ শুরু করেন। ৬.২ ওভারে এই জুটি ৫৬ রান তোলেন। তবে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায়। বিশেষ করে শেষ ১৪ রানে তো বিশাল এক ধস নেমে পরাজয় নিশ্চিত করে। ওয়ার্নার সর্বোচ্চ ৩৫ রান করেন।

পাঞ্জাবের হয়ে বল হাতে আরাশদীপ সিং ও ক্রিস জর্ডান সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন এবং মোহাম্মদ সামি, মুরুগান আশ্বিন ও রবি বিষ্ণই ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ক্রিস জর্ডান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত