পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ে ম্যানসিটির চ্যাম্পিয়নস লিগ শুরু

প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৮

সাহস ডেস্ক

ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি।

বুধবার (২১ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে পোর্তোকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিন শুরুতে লুইস দিয়াসের গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ম্যাচের ১৪ মিনিটে সতীর্থের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দারুণ গোল করে পোর্তোকে এগিয়ে দেন কলোম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস।

এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোর্তো। তার চার মিনিট পরেই পেনাল্টি কিকে সমতায় ফেরে সিটিজেনরা। পোর্তোর ডিফেন্ডার পেপে ডি-বক্সে রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। সেখান থেকে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এরপর এই ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে সিটিজেনদের এগিয়ে দেন গুনদোগান। ম্যাচের ৬৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে স্বাগতিকদের এগিয়ে দেন এই জার্মান মিডফিল্ডার।

এরপর ব্যবধান আরও বাড়িয়ে দলকে সহজ জয় নিশ্চিত করে দেন বদলি তোরেস। ম্যাচের ৭৩ মিনিটে ফিল ফোডেনের পাস ডি-বক্সের বাঁ দিকে পেয়ে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফেরান তোরেস। অবশেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত