বাফুফে নির্বাচন: ফলাফল যাই হোক মেনে নেবেন মানিক

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২০, ১৬:৫৯

অনলাইন ডেস্ক

আজ সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ। চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এই নির্বাচনে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করে মানিক জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন তিনি।

শনিবার (০৩ অক্টোবর) রাজধানীর পাঁচতারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা জানান মানিক।

এসময় সভাপতি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মানিক বলেন, ‘আমি যে প্রত্যাশা করছি ফল প্রত্যাশিত হবে। তারপর যদি না হয় সেটা অবশ্যই কাউন্সিলররা রয়েছেন, সেটার ব্যাপারে জবাবদিহিতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমার বিশ্বাস যে, আমি একজন স্পোর্টসম্যান, আমি একজন কোচ, দিন শেষে আমাকে তো মেনে নিতেই হয় সব। পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়। সেটাই করবো। তবে প্রশ্ন থেকে যাবে নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হলো। সেটা দেখার অপেক্ষায় রয়েছি। কারণ, নির্বাচন কমিশন জানিয়েছে তারা নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। তারা সেটা যদি করতে পারেন, তাহলে আমার কোনো আপিত্ত থাকার কথা নয়।’

বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ২টা থেকে শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আনুষ্ঠানিকতা।