গতকাল আমি বিদ্রোহ করেছি বর্নবাদের বিপক্ষে: নেইমার

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১

সাহস ডেস্ক

গতকাল লিগ ওয়ানের ম্যাচে মার্সেইর বিপক্ষে হেরেছে পিএসজি। তবে এই ম্যাচে মার্শেইয়ের স্প্যানিশ সেন্টারব্যাক আলভারো গঞ্জালেজের মাথায় পেছনে চড় মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার। তার দাবি মাঠে নেইমারকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করেছেন আলভারো। গঞ্জালেজকে উদ্দেশ করে টুইটারে নেইমার লিখেছেন, ‘আমার একমাত্র আফসোস ওই বদমাশটার মুখে ঘুষি মারতে পারিনি।’

পরে আরেক টুইটে নেইমার লিখেছেন, ‘আমি হিংস্র আচরণ করেছি কি না, ভিএআর দিয়ে সেটা বিচার করা সহজ। তাহলে যে বর্ণবাদী আমাকে মাঠে বাঁদর বলে গালি দিল তার ছবিটাও সামনে আসুক। আমি রেইনবো ফ্লিক করলে তো ঠিকই আমাকে শাস্তি দেওয়া হয়। আমি চড় দিলে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ওদের কী হবে? এখন ওদের কী হবে?’

তবে এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নেইমার বলেন, ‘গতকাল আমি বিদ্রোহ করেছি। আমাকে লাল কার্ড দিয়ে শাস্তি দেওয়া হয়েছে, কারণ আমি এমন একজনকে মেরেছি যে আমাকে অপমান করেছে।’

ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমার মনে হয়েছে কিছু না করে মাঠ ছাড়া উচিত হবে না কারণ যারা দায়িত্বে রয়েছেন তারা হয় কিছুই করবেন না, নয় ব্যাপারটাকে দেখবেন না বা গুরুত্ব দেবেন না। গতকাল আমি চেয়েছিলাম যারা খেলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে, তারা যেন একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে ঘটনাটার বিচার করে। তারা যেন বোঝে যে খেলার এমন হীন আচরণের স্থান নেই।’

নেইমার বলেন, ‘খেলার সময় আমি সব সময় খেলতেই চাই। হয়তো রেকর্ডে দেখানো হবে আমি ম্যাচে সফল হইনি। আমাদের খেলায়, আক্রমণাত্মক হওয়া, গালি দেওয়া, অপমান করা - সবকিছুই খেলার অংশ। আপনি নরম-সরম হয়ে খেলতে পারবেন না। আমি এই লোকের (আলভারো গঞ্জালেজ) অবস্থান একটু হলেও বুঝি, কারণ এগুলো খেলারই অংশ। কিন্তু তাই বলে বর্ণবাদ বা অসহিষ্ণুতাও যে খেলার অংশ, তা নয়। এগুলো বরদাশত করা যায় না। আমি কালো, আমি কালো দম্পতির সন্তান, আমার দাদা-পরদাদারাও কালোই ছিলেন। এবং এ কারণে আমি গর্বিত। কালো হয়েছি বলে যে আমি অন্যদের থেকে ভিন্ন, এমনটা মনে করিনা আমি।’

নিজের ওপর যে শাস্তি এসেছে, তা মেনে নিয়েছেন নেইমার। তবে এটাও আশা করছেন যেন অপর পক্ষের খেলোয়াড় আলভারো গঞ্জালেজও শাস্তি পান বর্ণবাদী আচরণের জন্য, ‘ওদিন যা ঘটেছে, তার দিকে ফিরে তাকালে আমার খারাপ লাগছে। মুহূর্তের উত্তেজনায় আমরা কত ঘৃণা ছড়িয়ে দিতে পারি, সেটা মনে হয়েছে আমার। আমার কী ব্যাপারটা তখন পাত্তা না দেওয়ার দরকার ছিল? জানি না এখনো। তবে ঠান্ডা মাথায় চিন্তা করে আজ আমি বলতে পারি যে হ্যাঁ, হয়তো পাত্তা না দিলেও পারতাম। কিন্তু তখন যখন ঘটনাটা ঘটছিল, আমি আর আমার সতীর্থরা বারবার রেফারিদের কাছ সাহায্য চেয়েছি, আমাদের বারবার অগ্রাহ্য করা হয়েছে। এ কারণেই যা হওয়ার হয়েছে!’

পিএসজির এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা যারা বিনোদন দানের সঙ্গে জড়িত, তাদের অনেক সময় অনেক কিছু ভাবতে হয়। এক প্রতিক্রিয়া আরেক প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং এভাবেই এই ঘটনাটাও ঘটেছে। আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মেনে নিচ্ছি কারণ আমাকে ঝামেলাহীন ফুটবল খেলতে হতো, যা আমি পারিনি। আশা করব, আমাকে যে অপমান করেছে, তাকেও শাস্তি দেওয়া হবে।’

বর্ণবাদকে যেন কোনোভাবেই মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া না হয়, সে ব্যাপারে নেইমার আহ্বান জানিয়েছেন পোস্টে বলেন, ‘বর্ণবাদ সব সময় ছিল, এখনো আছে। কিন্তু আমাদের এটা থামাতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। ওই লোক বোকা ছিল, বোকার মতো কাজ করেছে। ও আমাকে ওর অবস্থানে নামিয়েছে। তা আমার নিজের মাথা উঁচু করে নিজের অবস্থান পরিষ্কার করার সাহস আছে। তবে এটা মাথায় রাখতে হবে যে সব কালো বা সাদা মানুষ একই রকম অবস্থায় থাকে না।’

নেইমার পোস্টে আরও বলেন, ‘মুখোমুখি ঝগড়াঝাঁটির ফলাফল খারাপ হতে পারে, দুই পক্ষের জন্যই। আমাদের যেকোনো লড়াইয়ের মাঝে এসব ঢোকানো উচিত না। আমরা আমাদের গায়ের বর্ণ পছন্দ করতে পারি না। সে সুযোগ নেই। ঈশ্বরের সামনে আমরা সবাই সমান। গতকাল আমি ম্যাচ হেরেছি এবং জ্ঞানহীনের মতো কাজ করেছি। এই ঘটনার মধ্যমণি হয়ে বর্ণবাদকে পাত্তা না দিয়ে থাকা যায় না। আমি জানি। কিন্তু বর্ণবাদের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাওয়া আমাদের অবশ্যকর্তব্য, যাতে আমাদের চেয়ে খারাপ অবস্থায় যারা আছে তারাও যেন ন্যায্য বিচার পায়। মাঠে আবারও আমাদের দেখা হবে এবং আমি যা চাই সেটাই হবে, ফুটবল খেলা। তুমি কি বলেছ তুমিও জানো, আমিও জানি আমি কি করেছি। বিশ্বকে আরও ভালোবাসা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত