ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫১

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে হেরেছিল অষ্ট্রেলিয়া।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের ১৯ রানে হারিয়েছে অজিরা।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে অস্ট্রেলিয়া। শুরুতে ওপেনার ডেভিড ওয়ার্নারকে (৬) হারায় অস্ট্রেলিয়া। এরপর দ্রুত সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ (১৬)। তবে শুরুর ধাক্কা সামলে মার্কাস স্টয়নিস (৪৩), মার্কাস লাবুশানে (২১), মিচেল মার্শ (৭৩), গ্লেন ম্যাক্সওয়েল (৭৭) ও শেষদিকে মিচেল স্টার্কের ঝড়ো (১৯) ইনিংসের সুবাদে ২৯৪ রান সংগ্রহ করে অজিরা।

ইংলিশদের হয়ে মার্ক উড ও জোফরা আর্চার ৩টি করে উইকেট নেন এবং আদিল রশিদ ২টি উইকেট নেন।

অজিদের দেয়া ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্যাম বিলিংসের অভিষেক সেঞ্চুরিতেও ৯ উইকেট হারিয়ে ২৭৫ রানে থেমে যায় ইংলিশদের ব্যাটিং।

শুরুতে ওপেনার জেসন রয় (৩) বিদায় নিলেও আরেক ওপেনার জনি বেয়ারস্টোর ১০৭ বলে ৮৪ এবং বিলিংসে ১১০ বল ১১৮ রানের ইনিংসে ভর করে এগিয়ে যাচ্ছিল ইংলিশরা। এ দুই ব্যাটসম্যান ছাড়া ইংল্যান্ডের আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল। অবশেষে প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে ৪টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড নেন ৩টি উইকেট।

ম্যাচ সেরা হয়েছে জস হ্যাজলউড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত