নতুন মৌসুমটা হার দিয়েই শুরু করল পিএসজি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫১

সাহস ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের বিপক্ষে হেরে নতুন মৌসুম শুরু করেছে গত আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্টেড বোলার্ট-ডিলেলাইস স্টেডিয়ামে স্বাগতিক লেঁসেরে বিপক্ষে ১-০ গোলে হেরেছে টমাস টুখেলের শিষ্যরা।

যদিও করোনার উৎপাতে পিএসজির বেশ ক'জন খেলোয়াড়কে চলে যেতে হয়েছে সেলফ কোয়ারেন্টিনে। এর মধ্যে রয়েছেন গোলরক্ষক কেইলর নাভাস, চার তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, নেইমার, মাউরো ইকার্দি ও অ্যানহেল ডি মারিয়া, রক্ষণভাগের তারকা মার্কিনহোস- প্রমুখ। ক্লাব ছেড়ে গেছেন টমাস মনিয়েঁ, এডিনসন কাভানি, থিয়াগো সিলভারা। ফলে একদম আনকোরা দল নিয়ে মাঠে নেমেছিল পিএসজি।

এদিন বল দখলের লড়াইয়ে পিএসজি যোজন যোজন এগিয়ে থাকলেও গোল করার তেমন সুযোগ বের করতে পারেনি চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ৫৭ মিনিটে ক্যামেরুনের স্ট্রাইকার ইগনাতিউস গানাগোর গোলেই হেরেছে পিএসজি। ২০ বছর বয়সী তরুণ পোলিশ গোলরক্ষক মার্সিন বুলকা পাস দিতে গিয়ে গানাগোর পায়ে ভুলে বল তুলে দেন। ওয়ান-টু-ওয়ানে বুলকাকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি এই স্ট্রাইকারকে। পরে এই ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে পিএসজি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত