শান্তনার জয়ে শীর্ষেই রয়ে গেলো অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

সাহস ডেস্ক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এর আগের দুই ম্যাচে হেরে সিরিজ হাত ছাড়া করেছে অজিরা। তবে শেষ ম্যাচটি না জিতলে শীর্ষস্থান থেকে সরে যেতে হতো অজিদের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে তিন ম্যাচ সিরিজের শেষটিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে দখলে রেখেছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের দুই নম্বরে ছিল ইংল্যান্ড এবং শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। সমীরকণটা এমন ছিল, যদি তিন ম্যাচ সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করতে পারে ইংল্যান্ড, তাহলে তারাই হবে নতুন এক নম্বর দল। অন্যদিকে অন্তত একটি ম্যাচ জিতলেই শীর্ষস্থান নিজেদের দখলেই রাখবে অস্ট্রেলিয়া। তবে প্রথম দুই ম্যাচ জিতে একদিনের জন্য র‍্যাংকিংয়ের শীর্ষেও উঠেছিল ইংলিশরা। কিন্তু শেষ ম্যাচ হারায় ফের নিচে নেমে গিয়েছে তারা।

এ ম্যাচে যদিও ছিলেন না আগের দুই ম্যাচে দারুণ খেলা জস বাটলার। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বায়ো-সিকিউর বাবল ছেড়ে তিনি চলে গেছেন। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতি হাতে চোট পেয়ে এ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। এই দুজনের অনুপস্থিতিতে প্রথমবারের মতো ইংলিশ দলের নেতৃত্ব পান মঈন আলী। এছাড়া অজিদের হয়ে খেলেননি ওপেনার ডেভিড ওয়ার্নার।

এদিন টস হেরে আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও জনি বেয়ারস্টোর ফিফটিতে ভালো সংগ্রহের দিকে যাচ্ছিল ইংলিশরা। এই ওপেনার ৪৪ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫৫ করে অ্যাগারের বলে বিদায় নেন।

পরে দারুণ ফর্মে থাকা ডেভিড মালান ১৮ বলে ২১ করেন। মঈন আলী ২৩ ও জো ডেনলি অপরাজিত ২৯ করলেও বাকিরা কেউ সুবিধে করতে না পারায় দেড়শ রান করা হয়নি ইংলিশদের।

অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ২টি, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, কেন রিচার্ডসন ও অ্যাগার একটি করে উইকেট নেন।

ইংলিশদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ বল খেলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। প্রথমেই ম্যাথিউ ওয়েড ও ফিঞ্চ জুটি ৩.১ ওভারে ৩১ রান তোলেন। মার্ক উডের বলে ১৪ রানে ফেরেন ওয়েড। তবে অধিনায়ক ফিঞ্চ ২৬ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩৯ করে জয়ে অবদান রাখেন।

মাঝে অবশ্য গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথ দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা। কিন্তু দলে ফিরে দারুণ ব্যাটিং করে অপরাজিত থেকে অজিদের জেতান মিচেল মার্শ। তিনি ৩৬ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৯ করেন। এছাড়া ১৩ বলে ১৬ রানে অপরাজিত থাকেন অ্যাশটন অ্যাগার।

ইংলিশদের হয়ে আদিল রশিদ ৩টি এবং উড ও টম কারেন একটি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ। তবে এ ম্যাচ না খেলেও সিরিজ সেরা হয়েছেন জস বাটলার।

আগামী ১১ সেপ্টেম্বর ম্যানচেস্টারে দু’দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত