বার্সাতে মেসি থাকায় খুশি লা লিগা সভাপতি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০

সাহস ডেস্ক

বহু নাটকীয়তার পর মেসি-বার্সেলোনার আলোচনা শেষে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। বিষয়টি এভাবে শেষ হওয়ায় বেশ খুশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তার চাওয়া, আর্জেন্টাইন ফরোয়ার্ড লা লিগাতেই ক্যারিয়ার শেষ করবেন। এমনকি মেসির সঙ্গে বার্সার চুক্তি নিয়ে ঝামেলায় লা লিগার অবস্থান নিয়েও মুখ খুলেছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোরেইরে দেল্লা সেরা’কে লা লিগার সভাপতি তেবাস বলেন, ‘মেসির বিরুদ্ধে যুদ্ধের মতো কিছু ছিল না। লা লিগার যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই আমাদের অবস্থান একই হতো। লিগ হিসেবে আইন এবং সুবিচারের পক্ষে থাকাই আমাদের কর্তব্য। চুক্তিকে অবশ্যই সম্মান করতে হবে, তাতে আপনি মেসিই হোন বা পেপিতো পেরেসই হোন না কেন।’

তিনি বলেন, ‘আমার মতে, মেসির বিরুদ্ধে কোনো লড়াই হয়নি। মেসির প্রতি আমার বিশেষ শ্রদ্ধা আছে সবসময়। আমি তাকে ভালোবাসি। সে আমাদের ২০ বছরের ফুটবলে একটি ইতিহাস। আমি কীভাবে তার বিরুদ্ধে লড়াইয়ে নামবো? শুধু চুক্তি রক্ষার স্বার্থেই আমি হস্তক্ষেপ করেছি। এটা সত্য যে মেসির নাম থাকার বিষয়টা মিডিয়াকে অনেক বেশি আকৃষ্ট করেছে।’

লা লিগা সভাপতি আরও বলেন, ‘যদিও মেসির আইনজীবীরা ভিন্নভাবে দেখেছে বিষয়টা। কিন্তু চুক্তি একদম পরিষ্কার। একটা অংশ ছিল অপ্রাসঙ্গিক, এটাই ওদের ভুল পথে পরিচালিত করেছে। শেষ পর্যন্ত, আইনি ঝামেলা থেকে দূরে থাকতে মেসি যে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি খুশি। সে তার প্রিয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে। আমি আশা করি তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে।’

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বুরোফ্যাক্সের মাধ্যমে ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত জানান মেসি। বার্সার সঙ্গে চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারেই যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বার্সা বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেয়, গত ১০ জুন সেই ধারা অকার্যকর হয়ে গেছে। ফলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করে যেতে হবে মেসিকে। এমনকি বার্সার পক্ষেই অবস্থান নিয়েছিল লা লিগা। এ নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাও দেখা গিয়েছিল। তবে আইনি লড়াইয়ে যাননি মেসি। অবশেষে বার্সতেই থেকে গেলেন এই আর্জেন্টাইন সেরা তারকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত