এমবাপ্পে করোনা পজেটিভ, খেপেছে পিএসজি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯

সাহস ডেস্ক

নেইমার-ডি মারিয়াদের পর এবার করোনা পজেটিভ হয়েছেন ফ্রান্সের পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ বিষয়টি পিএসজিকে না জানানোয় খেপেছে প্যারিসের ক্লাবটি। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে পিএসজির সাতজন করোনা পজিটিভ হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, করোনা পজিটিভ হয়েছেন পিএসজির এই তারকা। এর মধ্যেই তাকে সবার থেকে আলাদা করে রাখা হয়েছে। ঘরের মাঠে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সে ম্যাচে দেখা যাবে না গত ম্যাচেই সুইডেনের বিপক্ষে গোল করে দলকে জেতানো এমবাপ্পেকে।

এদিকে এমবাপ্পের করোনা পজিটিভ হওয়া নিয়ে ফরাসি ফেডারেশন পিএসজিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, আর এতেই খেপেছে ফরাসি চ্যাম্পিয়নরা। আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো নিজের অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘আমাদের একজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছে, সে খবরটা আমাদের সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে হয়। ফেডারেশনের এমন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

তিনি বলেন, ‘তারা একটা বিবৃতি দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। কেউ কিছুই বলেনি আমাদের। এমবাপ্পে নিজের বাসায় আছে, আমাদের ওকে ফোন করে জানতে হয়েছে পুরো ব্যাপারটা সম্পর্কে।’

করোনা পজিটিভ হওয়া নিয়ে এমবাপ্পে বা তাঁর মুখপাত্রের কেউই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত