চ্যাম্পিয়ন রিয়াল, হারলো বার্সেলোনা

প্রকাশ | ১৭ জুলাই ২০২০, ০৪:৪৯ | আপডেট: ১৭ জুলাই ২০২০, ০৪:৫৮

স্প্যানিশ লা লিগায় অতিরিক্ত সময়ের শেষের দিকে রবের্তো তোরেসের গোলে কাতালন ক্লাব বার্সেলোনাকে হারিয়েছে ওসাসুনা। একই সময়ে আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে হারিয়ে চলতি মৌসুমের শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে ক্যাম্প ন্যু’য়ে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

এদিন ঘরের মাঠে জ্বলে উঠতে পারেনি কাতালানরা। তবে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ম্যাচে প্রথমে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের ১৫তম মিনিটে জোসে আরনাইজের গোলে এগিয়ে যায় ওসাসুনা। পরে প্রথমার্ধের বাকি সময়ে আর কোন গোল না হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতি থেকে ফিরে এসে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেতিয়েন বাহিনী। কয়েকবার গোলের সুযোগ হাত ছাড়া করে মেসি-সুয়ারেজরা। গোলের সুযোগ হাত ছাড়া করে ওসাসুনাও। তবে ম্যাচের ৪৭তম মিনিটে সমতায় ফিরতে পারতো বার্সা। মেসির পাসে ব্রাথওয়েট গোল করলে সেটি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। অফসাইড হন মেসি। ভিআরের মাধ্যমেই গোলটি বাতিল হয়।

তবে ম্যাচের ৬২তম মিনিটে ওসাসুনার ডিবক্সে বাইরে বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে ফাউল করলে ফ্রি কিক পায় বার্সা। সে ফ্রি কিকে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাই ফরোয়ার্ড লিওনেল মেসি। এতে ১-১ গোলে সমতায় থাকে দুই দল।

এর আগে ম্যাচের ২২তম মিনিটে মেসির দারুন একটি ফ্রি কিক ওসাসুনার গোলবারে লেগে ফিরে যায়। পরে ম্যাচের ৩২তম মিনিটে আরেকটি ফ্রি কিক করেন মেসি। সেটিও মিস করেন মেসি। পরে ম্যাচের ৫০তম মিনিটে আরেকটি ফ্রি কিক মিস করেন মেসি।

পরে ম্যাচের ৬৮তম মিনিটে লুইস সুয়ারেজের বাইসাইকেল সটে এগিয়ে যায় বার্সা। কিন্তু সে গোলটিও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। অফসাইড হন সুয়ারেজ নিজেই। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ম্যাচের ৭৭তম মিনিটে দশজনের দলে পরিনত হয় ওসাসুনা। বার্সা মিডফিল্ডার লংলেকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনা ডিফেন্ডা এনরিক গালেজো।

পরে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলের সমতায় থাকে দু’দল। তবে ম্যাচে অতিরিক্ত সময়ের শেষের দিকে অর্থাৎ ৯০+৭ মিনিটে রবের্তো তোরেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দশজনের দল ওসাসুনা।

এই জয়ে ৩৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে ওসাসুনা। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শিরোপা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সেভিয়া।