লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ১৭ জুলাই ২০২০, ০৩:৫৮

 

স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৩৪তম শিরোপা জিতল গ্যালাকটিকোরা। আর জিনেদিন জিদানের অধীনে রিয়ালের এটি ১১তম শিরোপা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে এস্টাডিও আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শীষ্যরা। একই সময়ে আরেক ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

এদিন নিজেদের মাঠে প্রথমার্ধের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম সুযোগ তৈরি করেছে স্বাগতিকেরাই। ম্যাচের ১৪তম মিনিটে ক্যাসেমিরোর বাড়ানো বলে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন করিম বেনজেমা।

অবশ্য গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি রিয়াল সমর্থকদের। ম্যাচের ২৯তম মিনিটে লুকা মদ্রিচের পাসে সে উপলক্ষ তৈরি করে দেন ওই বেনজেমাই। মৌসুমে রিয়ালের ফরাসি ফরোয়ার্ডের করা ২০তম গোলেই এগিয়ে যায় রিয়াল। পরে প্রথমার্ধে আর গোল না হলে এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতি থেকে ফিরে এসে অতিথিদের আরও চেপে ধরে রামোস-বেনজেমারা। ম্যাচের ৫৪তম মিনিটে তোরেসের বাড়ানো বলে কার্বাহালের শটে রক্ষা পায় ভিয়ারিয়াল। ম্যাচের ৭৩তম মিনিটে পেনাল্টি আদায় করেন রামোস। প্রথমবার পেনাল্টি শট ঠিকঠাক হয়নি। বলে টোকা দেন রামোস। ছুটে এসে শট নিয়ে বল জালে জড়ান বেনজেমা। তবে বলে পা ছোঁয়ানোর আগে বেনজেমা বক্সে ঢুকে পড়ায় সেই গোল বাতিল হয়। দ্বিতীয় সুযোগ পায় রিয়াল। এবার বল জালে জড়িয়ে জোড়া গোল পূরণ করেন ফরাসি তারকা।

তবে ম্যাচের ৮৩তম মিনিটে আশা জাগিয়ে তোলে ভিয়ারিয়াল। দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান ইবোরা। মিনিট পাঁচেক পর সমতায়ও ফিরতে পারত তারা। তবে সে সুযোগ হারিয়ে আর খেলায় ফেরা হয়নি ভিয়ারিয়ালের। অবশেষে এই ২-১ গোলের জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রিয়াল মাদ্রিদ। নিজেদের মুকুটে যোগ করে সফলতার আরও একটি পালক।

এই জয়ে ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শিরোপা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে ভিয়ারিয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত