রিয়ালের মুখোমুখি হতে পারেন রোনালদো

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৯:৩৮

সাহস ডেস্ক

এখনো শেষ ষোলোরই চারটি ম্যাচ বাকি। শেষ আটে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো দল উঠবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে আজ নিওনে হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র। তাতে যা সম্ভাবনা, শেষ ষোলো পেরোতে পারলে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসের দেখা হতে পারে রোনালদোরই পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে!

এখন পর্যন্তু লাইপজিগ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আতালান্তা ও পিএসজি–এই চারটি দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। বাকি আটটি দলের মধ্যে শেষ ষোলোর প্রথম লেগ হয়েছে, দ্বিতীয় লেগ এখনো বাকি। রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগ খেলতে যাবে ম্যানচেস্টার সিটির মাঠে (প্রথম লেগে সিটি ২-১ গোলে জিতেছে রিয়ালের মাঠে), বার্সেলোনা ঘরের মাঠে খেলবে নাপোলির বিপক্ষে (প্রথম লেগ নাপোলির মাঠে ১-১ গোলে ড্র), জুভেন্টাস ঘরের মাঠে খেলবে লিওঁর বিপক্ষে (লিওঁর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছে জুভে), আর চেলসি যাবে বায়ার্ন মিউনিখের মাঠে (প্রথম লেগে নিজের মাঠে ৩-০ গোলে হেরেছে চেলসি)।

উয়েফা কাল নিশ্চিত করেছে, শেষ ষোলোর দ্বিতীয় লেগ স্বাগতিক দলের মাঠেই হবে। তা বাকি চারটি দল অনিশ্চিত না থাকলেও শেষ আটের ড্র হয়ে গেছে। তাতে সিটি-রিয়ালের মধ্যে জয়ী দল খেলবে জুভেন্টাস/লিওঁর মধ্যে জয়ী দলের বিপক্ষে। বার্সেলোনা/নাপোলির মধ্যে জয়ী দল খেলবে বায়ার্ন/চেলসির মধ্যে জয়ী দলের বিপক্ষে। লাইপজিগের প্রতিপক্ষ অ্যাটলেটিকো, নেইমার-এমবাপ্পের পিএসজির প্রতিপক্ষ আতালান্তা।

করোনাভাইরাসের কারণে এবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুই লেগের বদলে হবে এক লেগের। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের অংশ হবে পর্তুগালের লিসবনে।ড্র-টা এমন, দুই দল কোয়ার্টার ফাইনালও পেরোতে পারলে সেমিফাইনালে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচও হতে পারে।

শেষ আটের ড্র:
কো. ফা. – ১: ম্যান সিটি/ রিয়াল বনাম জুভেন্টাস/ লিওঁ
কো. ফা. – ২: লাইপজিগ – অ্যাটলেটিকো
কো. ফা. – ৩: বার্সা/নাপোলি বনাম বায়ার্ন/চেলসি
কো. ফা. – ৪: আতালান্তা – পিএসজি
সেমিফাইনাল:
কো,ফা. ১-এ জয়ী বনাম কো. ফা. ৩-এ জয়ীকো. ফা. ২-এ জয়ী বনাম কো. ফা. ৪-এ জয়ী

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত