সত্যিকারের নায়কদের সম্মান করতে শিখুন: রুবেল

প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৩:২৪

সাহস ডেস্ক

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড বাংলাদেশে প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে কোভিড-১৯ এর টিকা উদ্ভাবনের দাবি করে। সংবাদ সম্মেলনে ডা. আসিফ টিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে আবেগের কান্না থামাতে পারেননি। পুরো বিশ্ব যেখানে করোনাভাইরাসের টিকা আবিস্কার করতে হিমশিম খাচ্ছে, সেখানে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান টিকা উদ্ভাবনের দাবি করায় ডা. আসিফের পক্ষে-বিপক্ষে আলোচনা হচ্ছে। ডা. আসিফকে হাসিঠাট্টা করায় কড়া ভাষায় তিরস্কার করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের দাবি করেন গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ।

করোনার কারণে ক্রিকেট স্থগিত থাকায় দেশের অন্যতম পেসার রুবেলের সময়টা এখন বেশিরভাগই কাটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভ্যাকসিন আবিষ্কার নিয়ে ড. আসিফ মাহমুদকে সন্দেহ ও অভিনন্দন না জানানো বিষয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের জনগণকে ‘ভণ্ড জাতি’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

পরে ড. আসিফ মাহমুদের ছবি পোস্ট করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আসিফ মাহমুদ ভাই যখন বলছিলেন যে আমরা করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছি, কথাটি বলতে বলতেই উনার কান্না চলে আসছে!’

রুবেলে লিখেছেন, ‘বাংলাদেশের একটি প্রতিষ্ঠান সাহস নিয়ে দাবি তো করতে পারল যে তারা আবিষ্কার করছে, সফল হোক ব্যর্থ হোক সেটা পরের বিষয়। অথচ আমরা একটা অভিনন্দন পর্যন্ত জানালাম না। চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি।’

রুবেল আরও লিখেছেন, ‘বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদের নেই, এই জন্যে এ দেশে জ্ঞানী মানুষ জন্মায় না কারণ জ্ঞানীদের কদর এ দেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত