ফারর্নান্দেসের জোড়া গোলে ম্যানইউর জয়

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০৫:৪৯

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ফারর্নান্দেসের জোড়া গোলে স্বাগতিক ব্রাইটনকে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার (৩০ জুন) ফালমার স্টেডিয়ামে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গানার সুলসারের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের ১৬তম মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। এরপর ম্যাচের ২৯তম মিনিটে পল পগবার পাসে দারুন এক গোল করে দলকে আরো এগিয়ে দেন ব্রুনো ফারর্নান্দেস। পরে বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিরতি থেকে ফিরে এসেও ছন্দে থাকে সুলসারের শিষ্যরা। ফিরেই আবারও এগিয়ে যায় ম্যানইউ। ম্যাচের ৫০তম মিনিটে দারুন গোরে দলকে আরও এগিয়ে দিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ব্রুনো ফারর্নান্দেস। পরে বাকি সময়ে আর কোনো গোল না হয়ে এই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে আছে ব্রাইটন। ৩১ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আগেই শিরোপা নিশ্চিত হওয়া লিভারপুল।