চুক্তি সম্পন্ন, জুভেন্টাসে আর্থুর-বার্সেলেনায় রিয়ালের সমর্থক

প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৩:১৫

সাহস ডেস্ক

৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। তাঁকে পাওয়ার জন্য দলের অন্যতম সম্ভাবনাময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুরকে খুইয়েছে বার্সা, জুভেন্টাসের কাছেই। অথচ যে পিয়ানিচকে পাওয়ার জন্য বার্সার এত তোড়জোড়, সে তারকা এককালে পাঁড় সমর্থক ছিলেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের!

পিয়ানিচকে চার বছরের জন্য চুক্তি করেছে বার্সা। যেখানে তার পরবর্তী রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো। তবে এই মৌসুম পর্যন্ত জুভেন্টাসেই থাকবেন তিনি। লিগ ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে রাখছে তুরিনের বুড়িরা।

২০০৯ সালে স্প্যানিশ সংবাদমাধ্যমে এএস কে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়ানিচ জানিয়েছিলেন রিয়ালের প্রতি তাঁর অনুরাগের কথা, 'সেই জিদান আর রোনালদোর দিনগুলো থেকে আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি, তাঁদের অনুসরণ করি। তখন থেকেই রিয়াল আমার প্রিয় ক্লাব। সব সময় এমনটাই থাকবে। কে ওদের হয়ে খেলতে চাইবে না?' ফরাসি ক্লাব মেতজ থেকে সদ্য লিওঁতে যাওয়া পিয়ানিচ তখন আলো ছড়ানো শুরু করেছেন মাত্র।

২০১৩ সালের আরেক সাক্ষাৎকারেও ঘুরেফিরে একই কথা বলেছিলেন পিয়ানিচ, 'ছোটবেলায় জিদানের খেলা দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ফুটবলার হব। তিনি আমার দেখা সেরা মিডফিল্ডার। আমাকে যদি জিজ্ঞেস করা হয় সেরা দল কোনটা, আমি নির্দ্বিধায় রিয়াল মাদ্রিদের নাম নেব।' সে সময়ে ফ্রানসেস্কো টট্টি ও ড্যানিয়েলে ডি রসিদের সঙ্গে ইতালিয়ান ক্লাব এএস রোমায় খেলতেন পিয়ানিচ।

তিরিশ বছর বয়সে এসে পিয়ানিচ রিয়ালের লিগে এসে খেললেও, খেলতে পারছেন না রিয়ালের হয়ে। বরং তাঁকে দেখা যাবে বার্সার জার্সি গায়ে। গতকাল স্বাস্থ্যপরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিয়েছেন এই তারকা মিডফিল্ডার।

বসনিয়ার এই মিডফিল্ডার জুভেন্টাসে চার মৌসুম কাটিয়ে বার্সায় পাড়ি দিলেন। এর আগে ২০১৬ সালে রোমা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন তিনি। সময় তিনি জুভেন্টাসের হয়ে তিনটি সিরি আ' লিগ জেতেন। এমনকি চতুর্থ শিরোপা জয়ের খুব কাছে রয়েছেন। জিতেছেন দুটি কোপা ইতালিয়া ও একটি সুপারকোপা ইতালিয়া। এখন পর্যন্ত মোট ১৭১টি ম্যাচ খেলেছেন পিয়ানিচ। যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি গোল করেছেন।

এদিকে ইতালিয়ান জায়ন্ট ক্লাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অর্থুর মেলোকে বিক্রি করেছে ৭২ মিলিয়ন ইউরোতে। আর চুক্তি অনুযায়ী এই অংক আরও ১০ মিলিয়ন বাড়তে পারে। দুটি ক্লাবই এই সিদ্ধান্তে এক মত পোষণ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত