লাদাখ সংঘর্ষে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ভারতীয় ক্রিকেটারদের

প্রকাশ : ১৭ জুন ২০২০, ১৩:৪৪

সাহস ডেস্ক

ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। লাদাখে গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মাঝে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিজ দেশের সেনাদের এমন মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়রাও।

সেনাদের মৃত্যুর খবর জানার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে শুরু হয় তাদের প্রতি শোক, শ্রদ্ধা ও ভালোবাসা জানানো। বাদ যাননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংসহ অন্যান্য ক্রিকেটাররা।

নিজের টুইটার প্রোফাইলে কোহলি লিখেছেন, ‘দেশকে রক্ষার কাজে ব্যস্ত থাকা গালওয়ান উপত্যকায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা এবং স্যালুট। একজন সেনার মতো সাহসী এবং স্বার্থহীন আর কেউ হতে পারে না। তাদের পরিবারের জন্য সহমর্মিতা। আমি আশা করছি এই কঠিন সময়ে আমাদের দোয়ার মাধ্যমে তারা খানিক শান্তি খুঁজে পাবেন।’

নিহত সেনাদের স্যালুট জানিয়েছেন যুবরাজও। তিনি লিখেছেন, ‘গালওয়ান উপত্যকায় শহীদ হওয়া ভারতীয় সেনাদের সাহসিকতাকে আমি স্যালুট জানাই। এসব নৃশংসতা বন্ধ হওয়া উচিৎ। আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবীর আশা করি। কারণ প্রত্যেকটা জীবনের মূল্য আছে। এসব সাহসী বীরদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা। তাদের জন্য দোয়া।’

এসব সেনাদের সত্যিকারের হিরো উল্লেখ করে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত লিখেছেন, ‘আমাদের সত্যিকারের হিরোদের স্যালুট। যারা আমাদের সীমান্ত রক্ষা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। সৃষ্টিকর্তা তাদের পরিবারকে শক্তি দিন।’

এছাড়া বাঁহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব, সাবেক বাঁহাতি অলরাউন্ডার ইরফান পাঠান, ক্রিকেটের বাইরে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালসহ আরও অনেক ক্রীড়াবিদ নিহত সেনাদের স্মরণে বার্তা দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত