মধ্য মে মাসেই শুরু বুন্দেসলিগা

প্রকাশ : ০৭ মে ২০২০, ১৪:১৬

সাহস ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলতি মৌসুমে ইউরোপীয়ান লিগসহ সব ধরণের লিগ স্থগিত হয়েছিল। তবে করোনা পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে ওঠায় স্থগিত হওয়ার দীর্ঘদিন পর ফের ইউরোপের শীর্ষ ফুটবল লিগ শুরুর তোড়জোড় চলছে। এই মাসেই বুন্দেসলিগার চলতি মৌসুম পুনরায় শুরু হতে পারে বলে নিশ্চিত করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

আজ ৭ মে (বৃহস্পতিবার) ইউরোপের প্রধান লিগের মধ্যে সবার আগে বুন্দেসলিগার প্রতিযোগিতায় ফেরার ব্যাপারে জানিয়েছে জার্মান ফুটবল লিগ (ডিএফএল)।

ডিএফএল’র প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট বলেন, ‘আজ সিদ্ধান্তটি বুন্দেসলিগা এবং বুন্দেসলিগা-২ এর জন্য ভালো খবর।’ 

ধারনা করা হচ্ছে, নির্দিষ্ট তারিখ হিসেবে ১৫ মে থেকে ফের বুন্দেসলিগার ২০১৯/২০ মৌসুমের বাকি ম্যাচগুলো চালু হতে পারে। তবে প্রত্যেক ম্যাচ হবে দর্শকবিহীন গ্যালারিতে। করোনার সংক্রমণ এড়াতে ‘ক্লোজড ডোর’ ম্যাচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুন্দেসলিগার চলতি মৌসুমে ৯ ম্যাচ হাতে রেখে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৪ পয়েন্ট এগিয়ে আছে চিরপ্রতিদ্বন্ধী বরুসিয়া ডর্টমুন্ডের থেকে।

বুন্দেসলিগার ফের শুরুর ব্যাপারে বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমিনেগে বলেন, ‘বুন্দেসলিগার চলতি মৌসুম শেষ করার সুযোগের ব্যাপারে আজকে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি রাজনীতিবিদদের ধন্যবাদ জানাতে চাই। মধ্য মে’তে আমরা পুনরায় খেলা পুনরাম্ভের দিকে তাকাচ্ছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত