দীর্ঘ তিন মাস পর ঘরে ফিরেছে উহানের ফুটবল দল

প্রকাশ | ২০ এপ্রিল ২০২০, ১৪:৫৬

অনলাইন ডেস্ক

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাস স্থবির করে দিয়েছে সারা বিশ্বকে। স্থগিত হয়ে গেছে বিশ্বের ক্রিড়াঙ্গণের প্রায় সব ধরনের প্রতিযোগিতা। তবে এই ভাইরাসটির কারণে জার্মানে দীর্ঘদিন যাবৎ আটকা ছিলেন উহানের ফুটবল দলের খেলোয়াড়দের। অবশেষে তিন মাস পর ঘরে ফিরেছে চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জলের দল।

এর আগে জার্মানিতে এক দীর্ঘ ট্রানজিটের পরে, তারা ১৬ মার্চ চীনের দক্ষিণ-পূর্বের শহর শেনঝেনে পৌঁছায়। এরপর দলের প্রত্যেক সদস্য তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকেন। ১৮ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় ট্রেনে যখন ক্লাবটির খেলোয়াড়রা উহানে পৌঁছায় তখন ঘরের সমর্থকরা তাদের অভিনন্দন জানাতে ছুটে আসে।

খেলোয়াড়দের স্বাগত জানাতে প্রিয় ক্লাব উহান জলের কমলা রঙের জার্সি পরে এসেছিল সমর্থকরা। পাশাপাশি গান গেয়ে তারা ফুল ছিঁটায় দীর্ঘ ১০৪ দিন পর প্রথমবারের মতো ঘরে ফেরা তারকাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্লাবটি জানায়, ‘তিন মাসেরও বেশি সময় বিচরণ শেষে ঘরকুনো উহান জল দলের খেলোয়াড়রা অবশেষে নিজ শহরে পা রেখেছে।’

ভাগ্য ভালো তাদের। গত জানুয়ারিতে প্রথমবারের মতো করোনা ভাইরাস যখন উহানে বিস্তার শুরু করে তখন বিদেশে ছিলেন ক্লাবটির খেলোয়াড়রা। স্পেনে শীতকালীন ট্রেনিং ক্যাম্পে ছিল উহান জল। সুপার লিগের নতুন মৌসুম শুরুর প্রস্তুতির জন্য তারা উহান ছেড়েছিল।