দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হয়েছে উইম্বলডন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১৫:৫৯

সাহস ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বাতিল হয়েছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের ঐতিহ্যবাহী আসর উইম্বলডন। মহামারি করোনাভাইরাসের কারণে এই টুর্নামেন্টটি বাতিল করা হয়। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর ফলে পুরো গ্রাস কোর্টের মৌসুমই শেষ হয়ে গেল। আর ১৩ জুলাইয়ের আগে কোনো পেশাদার টেনিস কোথাও হবে না বলেও জানানো হয়।

ইংল্যান্ডে অনুষ্ঠিত উইম্বলডন বর্তমান ক্রীড়া আসরগুলোর মধ্যে বাদ পড়া তালিকায় সর্বশেষ সংযোজন। এর আগে ইউরো ২০২০ ও টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে দেওয়া হয়।

এর আগে মে’তে অনুষ্ঠেয় আরেক গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনও স্থগিত করা হয়। যেখানে আসরটির নতুন সূচি হিসেবে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত