জার্সি নিলামে তুলে করোনার বিপক্ষে লড়বেন বাটলার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৩:৫১

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপে জয়ের নায়ক বেন স্টোকস। তবে পার্শ্ব নায়ক খুঁজলে যে কয়জনের নাম আসে তাঁদের একজন জস বাটলার। সে বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে ৫৯ রান করেছিলেন। সুপার ওভারেও ব্যাটিং করেছেন। শেষ বলে মার্টিন গাপটিলকে রানআউট করতে ভূমিকা রেখে দলকে জিতিয়েছেন বিশ্বকাপ। সেই দিনের সে ফাইনালে যে জার্সি পড়ে খেলেছিলেন, সেটি এবার নিলামে তুলেছেন বাটলার।

ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা স্মারক এই জার্সি ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান বিক্রি করছেন করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে। নিলাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আক্রান্তদের চিকিৎসায়। গতকাল জার্সি নিলামে তোলার সিদ্ধান্তটা ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন টুইটারে।

তিনি লিখেছেন, ‌‘রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতালের তহবিল সংগ্রহের চেষ্টায় সাহায্য করতে আমি আমার জার্সিটি নিলামে তুলছি। যেটি আমি গত বিশ্বকাপের ফাইনালে পরেছিলাম। যাতে সই আছে দলের সকল সদস্যের।’

গত সপ্তাহেই করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি কেনার জন্য জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হেয়ারফিল্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

ক্রিকেট স্মারক বিক্রি করে সাহায্য করার ঘটনা নতুন কিছু নয়। এই তো গত বছর অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে শেন ওয়ার্ন ও জেফ টমসন তাদের ব্যাগি গ্রিন টুপি বিক্রি করে দিয়েছিলেন। তাঁদের দেখানো পথেই এবার হাঁটলেন জস বাটলার।

এরই মধ্যে বাটলারের জার্সির দাম ১০ হাজার পাউন্ড উঠেছে। এই দাম হেঁকেছেন ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব পিয়ার্স মরগান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ইংল্যান্ড জাতীয় দলের অনেক সতীর্থ ক্রিকেটার বাটলারের জার্সি নিলামে উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত