ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বাড়ল ক্যাটাগরি

প্রকাশ : ০৯ মার্চ ২০২০, ১৪:১৮

সাহস ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হয়েছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ক্যাটাগরির সঙ্গে যোগ করা হয়েছে নতুন ‘ডি’ ক্যাটাগরি। প্রথম তিন ক্যাটাগরিতে মোট ক্রিকেটার থাকছেন ১৪ জন এবং ‘ডি’ ক্যাটগরিতে আরও দুইজন ক্রিকেটার যোগ করে মোট ১৬ জন ক্রিকেটার থাকবেন কেন্দ্রীয় চুক্তিতে।

৮ মার্চ (রবিবার) মিরপুরের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে বিসিবি পরিচালকদের সভা শেষে সাংবাদিকদের একথা জানান নাজমুল হাসান পাপন। তবে ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের নাম পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

পাপন বলেন, ‘আপনারা জানেন আজকে বোর্ড সভা ছিল। এজেন্ডা অনুসারে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। যেগুলো আপনাদেরকে জানানোর মত সেগুলো বলছি। একটা হচ্ছে চুক্তিবদ্ধ প্লেয়ার, কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবে। সেখানে আমরা ১৬ জন প্লেয়ার নির্বাচন করছি যারা চুক্তিতে থাকবে। সাদা ও লাল বলের ক্রিকেট মিলিয়ে।’

তিনি আরো বলেন, ‘এছাড়া ওখানে তিনটা ক্যাটাগরি করা আছে এ, বি ও সি। এখন আমরা আরেকটা অতিরিক্ত ক্যাটাগরি বানিয়েছি। একটা ‘ডি’ ক্যাটাগরি করে আরও দুজন প্লেয়ারকে নেওয়া হবে, যেটা নাকি আগে ‘রুকি’ বলতাম। এখন আমরা ‘ডি’ ক্যাটাগরিতে দুজন প্লেয়ারকে নিয়েছি।’

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত