আগামীকাল ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

সাহস ডেস্ক

একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

মূল সিরিজের আগে ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারি সাভারের বিকেএসপি মাঠে বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

এদিকে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিরুদ্ধে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে গড়াবে। প্রথম দুটি ম্যাচ দুপুর ১টায় শুরু হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

৯ ও ১১ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

জিম্বাবুয়ে স্কোয়াড:
ব্রেন্ডন টেইলর, ক্রিস এমপফু, রেগিজ চাকব্বা, টিমিচেন মারুমা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিনোটেন্ডা মুতুমবদজি, সিকান্দার রাজা, কার্ল মুমবা, ডোনাল্ড তিরিপানো, প্রিন্স মাসভাউরে, ভিক্টর নিয়াওচি, এইন্সল এনডলভু, চার্লটন তিসুমা এবং ব্রায়ান মুদজিনগানইয়ামা।

খবর- ইউ.এন.বি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত