দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে সেমিতে পিএসজি

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২

অনলাইন ডেস্ক

ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

১২ ফেব্রুয়ারি (বুধবার) স্টেড গ্যাসটন জেরার্ড স্টেডিয়ামে দিজোঁকে ৬-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।

এদিন ম্যাচের মাত্র ৪৭ সেকেন্ডেই লিড নেয় পিএসজি। অবশ্য প্রতিপক্ষের ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। পরে ম্যাচের ১৩তম মিনিটে মুঁনির গোলে সমতায় ফেরে দিজোঁ। কিন্তু প্রথমার্ধের শেষে কিলিয়ান এমবাপ্পের গোলে আবারও লিড পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে এসেই জ্বলে ওঠে পিএসজি। ম্যাচের ৫০তম মিনিটে হেডে ব্যবধান ৩-১ করেন থিয়াগো সিলভা। আর ৫৫তম মিনিটে পাবলো সারাবিয়া গোল করে ব্যবধান আরও বাড়ান।

কপাল খারাপ দিজোঁ ম্যাচের ৮৬তম মিনিটে আরেকটি আত্মঘাতি গোল করে বসে। এবার কলিবালি নিজেদের জালে বল পাঠান। আর যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন সারাবিয়া। অবশেষে ৬-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল নেইমার-এমবাপ্পেদের পিএসজি। আর এনিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ অপরাজিত রইল পিএসজি।