আবিদাল-মেসির বাকযুদ্ধ: চাকরি হারাতে পারেন আবিদাল

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৭

সাহস ডেস্ক

বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে নিয়ে বলতে গিয়ে খেলোয়াড়দের নাম জড়িয়ে দেয়ায় এবার ক্লাবের ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে সম্পর্কবনতির শঙ্কা দেখা দিয়েছে দলের প্রাণভোমরা লিওনেল মেসির।

আবিদাল-মেসি বাকযুদ্ধের ফলাফল নিয়ে শঙ্কিত এমন মানুষদের মধ্যে ফ্রান্সিসকো হোসে লোবো কারাসকো অন্যতম। বার্সার হয়ে ১৯৭৮ থেকে ১৯৮৯ এই ১১ বছর কাটানো কারাসকো বলেন, ‘মেসি সবদিক থেকেই অসুখী। আমি বহু বছর থেকেই ওকে দেখছি এবং তার খেলা আমার দারুণ লাগে। এবারই প্রথম সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন সে এক পা ঘরের বাইরে দিয়ে রেখেছে। এমনটা আমাকে আগে কখনোই বলতে হয়নি।’

গতকাল ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগুইতো’তে একথা বলেন কারাসকো।

সম্প্রতি স্প্যানিশ এক ক্রীড়া দৈনিকের সঙ্গে সাক্ষাতকারে আবিদাল বলেন, ‘ভালভার্দের অধীনে বেশ কিছু খেলোয়াড় সুখী ছিল না। ঠিকভাবে পারফর্মও করেনি। পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা ছিল। কোচ ও ড্রেসিংরুমের মধ্যে সম্পর্ক আগে ভালোই ছিল। তবে সাবেক ফুটবলার হিসেবে কিছু বিষয় বুঝতে পেয়েছি। তাই আমি ক্লাবকে এই বিষয়ে বলেছি এবং আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’

একটা সময় এই আবিদালের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন মেসি। তবে এখন দুজন দুই দায়িত্বে। মেসি খেলোয়াড়ই আছেন, আবিদাল বার্সার ক্রীড়া পরিচালক। সাবেক ফরাসি কিংবদন্তির মতে, ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পেছনে ফুটবলাররাই ভূমিকা রেখেছে, এমনকি তাদের আচরণ ও অখেলোয়াড়সুলভ ভাবভঙ্গিতে সন্তুষ্ট নন আবিদাল। 

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড়ই খুশি না এবং তারা কঠোর পরিশ্রমও করে না। কোচ ও ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই ভালো ছিল। তবে এখানে এমন কিছু হয়েছে যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে বুঝতে পারি।’

এমন গুরুত্বপূর্ণ পজিশনে থেকে আবিদালের করা তির্যক মন্তব্যকে সহজভাবে নিচ্ছেন না বার্সা সুপারস্টার। আর্জেন্টাইন তারকা জানিয়ে দেন, ‘দলের খারাপ অবস্থার জন্য শুধু খেলোয়াড় নয়, বোর্ডের কর্তারাও দায়ী।’

আবিদালের কথার সমালোচনা করে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘আমার সত্যি বলতে এসব ভালো লাগে না। তবে আমি মনে করি সবাই তার কাজের প্রতি দায়িত্ববান ও সিদ্ধান্তে যত্নশীল হওয়া দরকার। মাঠে কি হচ্ছে সে ব্যাপারে ফুটবলাররা দায়বদ্ধ এবং মাঠে খারাপ খেললে আমরাই প্রথম স্বীকার করে নেই।’

তিনি আরও লিখেন, ‘একইভাবে ম্যানেজমেন্টকেও তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হতে হবে। সবশেষে বলবো, যখন খেলোয়াড়দের নিয়ে বলা হয়, তখন তার নাম বলতে হবে। অন্যথায় সবাইকে দোষ দেওয়া হবে এবং গুজব ছড়াবে, যা সত্য না।’

সাম্প্রতিক বিতর্কিত সাক্ষাৎকারের ফলে ক্লাবে বেশ চাপে পড়েছেন আবিদাল। এমনকি সমস্যার সমাধানে মাঠে নামতে হচ্ছে খোদ বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউকে।

আজ ৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাবেক ফরাসি তারকার সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর ইঙ্গিত অনুযায়ী, আবিদালকে ছাটাই করা হবে।

এদিকে ক্লাবে গৃহযুদ্ধ সামলে এখন মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে কিকে সেতিয়েনের শিষ্যদের। আগামীকাল ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো বিলবাও’র মোকাবিলা করবে কাতালান জায়ান্টরা।

আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) লা লিগার ম্যাচে নিজের সাবেক ঠিকানা রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সা কোচ।

সূত্র: জাগো নিউজ ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত