চীনে যাচ্ছেন না বাংলাদেশের অ্যাথলেটরা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ২০:০৩

সাহস ডেস্ক

চীনের হাংজু প্রদেশে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ৯ ফেব্রুয়ারি চীনে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ছয় অ্যাথলেটের। কিন্তু এরই মধ্যে এই প্রতিযোগিতা বাতিল করেছে চীন। এশিয়ান ইনডোরে খেলতে তাই বাংলাদেশের অ্যাথলেটদের চীনে যাওয়া হচ্ছে না।

আজ ২৭ জানুয়ারি (সোমবার) ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব বিষয়টা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘চীনে করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে খেলাটা বাতিল করে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে চীন। প্রতিযোগিতা বাতিল না হলেও আমরা সেখানে দল পাঠাতাম না। কারণ খেলার চেয়ে জীবন বড়।’

চীনে খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ৬০ মিটার স্প্রিন্টে বিকেএসপির হাসান মিয়া ও নৌ বাহিনীর ইসমাইল হোসেন। হাইজাম্পে নৌ বাহিনীর মাহফুজুর রহমান, লং জাম্পে নৌ বাহিনীর আল আমিন, ৪০০ মিটারে নৌ বাহিনীর জহির রায়হান, ৮০০ ও ১৫০০ মিটারে সেনা বাহিনীর আল আমিন।

এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপের পর বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপও হওয়ার কথা চীনে। নানজিংয়ে হওয়ার কথা এই প্রতিযোগিতা। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপও বাতিল করার চিন্তাভাবনা শুরু করেছে বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত